এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট বড় বালাই, বিরোধীতা করেও শেষপর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের সূচনা করলেন মমতা

ভোট বড় বালাই, বিরোধীতা করেও শেষপর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের সূচনা করলেন মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে চরমে উঠেছে সরকার বনাম বিরোধীদের লড়াই। ঠিক সে সময় দীর্ঘ টালবাহানার পর বাংলার কৃষকদের জন্য এবার চালু হতে চলেছে কেন্দ্রীয় কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্প নিয়ে বারংবার তৃণমূল সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের গেরুয়া শিবির থেকে রাজ্যপাল প্রত্যেকে। এমনকি প্রধানমন্রী পর্যন্ত বলেছেন, দেশের সমস্ত কৃষকরা যে সুবিধা পাচ্ছে বাংলার কৃষকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র রাজ্য সরকারের জেদের কারণে।

এদিকে সামনে আসছে একুশের বিধানসভা নির্বাচন। নির্বাচনী হিসাব নিকাশ মাথায় রেখেই এবার তৃণমূল সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রীন সিগন্যাল দিলেন কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য। ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে কৃষকদের তালিকা চূড়ান্ত করার জন্য চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের তরফের নোডাল অফিসার নিয়োগ করার কথা। এর আগে কেন্দ্র থেকে বারবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে রাজ্য সহযোগিতা করলে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

কিন্তু এতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী সেসব কথা কানে তোলেননি। কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটব্যাঙ্ক মজবুত করার জন্য কেন্দ্রীয় প্রকল্পের কাছে মাথা নোয়াতেই হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত পরশু নবান্ন থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি জানিয়েছেন, কৃষকরা যাতে আরও বেশি কিছু টাকা পায় তার জন্যই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যের 21 লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিসাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেই তালিকা চূড়ান্ত করবে রাজ্য সরকার। নিয়মানুযায়ী আবেদন করা কৃষকদের তালিকা ভেরিফিকেশনের জন্য রাজ্যের কাছে আসবে কেন্দ্র মারফত। তারপর তালিকা চূড়ান্ত করে রাজ্য সরকার কেন্দ্রকে পাঠালে তবেই টাকা ঢুকবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হঠাৎ করে ভোলবদলের কারণ হিসেবে রাজনৈতিক মহলের কিন্তু অনেকেই একুশের বিধানসভা নির্বাচনকে মুখ্য কারণ হিসেবে দেখছেন।

অন্যদিকে বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দীর্ঘদিনের বিরোধীতার পর হঠাৎ করে কেন্দ্রীয় প্রকল্প চালু করা নিয়ে একের পর এক কটাক্ষ করে চলেছে। যে মুখ্যমন্ত্রী একসময় কৃষকদের অসহায়তার সুযোগ নিয়ে দেশে দেশে হিটলারি রাজ চালাচ্ছে বলে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছিলেন, আজ সেই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি প্রকল্পের সূচনা করলেন রাজ্যে। যথারীতি এই নিয়ে রাজনৈতিক মহলে চলছে তীব্র জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!