এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট বড় জ্বালা, এবার সাসপেন্ড হওয়া নেতাকে নিয়ে বৈঠক শীর্ষ নেতৃত্বের, জল্পনা তুঙ্গে!

ভোট বড় জ্বালা, এবার সাসপেন্ড হওয়া নেতাকে নিয়ে বৈঠক শীর্ষ নেতৃত্বের, জল্পনা তুঙ্গে!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একখানি দাপটের সঙ্গে রাজনৈতিক করেছেন তিনি। কিন্তু নানা মামলায় নাম জড়ানোর পর থেকেই 2011 সালে তৃণমূল সরকার আসার পর কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যান সিপিএমের সুশান্ত ঘোষ। তবে কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তিনি গড়বেতায় ফেরার অনুমতি পেয়েছেন। আর আদালতের পক্ষ থেকে নিজের এলাকায় ফেরার অনুমতি পাওয়ার সাথে সাথেই এবার আলিমুদ্দিনে গিয়ে হাজির হলেন সাসপেন্ড এই সিপিএম নেতা।

স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার নতুন করে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি আবার সিপিএমে সক্রিয় হতে চলেছেন সুশান্ত ঘোষ? সূত্রের খবর, এদিন আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন এই হেভিওয়েট নেতা। যেখানে উপস্থিত ছিলেন রবীন দেবের মত সিপিএম নেতাও।

একাংশের মতে, ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপিকে চাপে রাখতে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে জোটের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। কিন্তু কংগ্রেসের একাংশ দাবি করছেন, অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী মুখ করে এগোনো উচিত। তবে বামেরা অবশ্য তা মানতে নারাজ। আর এই পরিস্থিতিতে জোট নিয়ে তৈরি হয়েছে জটিলতা। দুই দলের মধ্যে নতুন করে তৈরি হয়েছে দূরত্ব। তাই এই অবস্থায় দীর্ঘদিন সাসপেন্ড থাকা সুশান্ত ঘোষের এদিন আলিমুদ্দিন স্ট্রিটে উপস্থিতি নতুন করে জল্পনা বাড়িয়ে দিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের প্রশ্ন, তাহলে কি এবার দলে সক্রিয় হতে চলেছেন এককালের দাপুটে সিপিএম নেতা সুশান্ত ঘোষ? অভিযোগ, বেনাচাপড়া কঙ্কাল কান্ডের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর থেকেই সুশান্তবাবুকে কার্যত এক ঘরে করে রাখা হয়েছিল। সেভাবে দলের সঙ্গে যুক্ত হতে দেখা যায়নি তাকে। কিন্তু এদিন হঠাৎ করেই আলিমুদ্দিন স্ট্রিটে উপস্থিত হতে দেখা যায় তাকে। যাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে জল্পনা।

অনেকে বলছেন, এখন সিপিএম আবার নতুন করে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে মরিয়া হয়ে উঠেছে। সেদিক থেকে কংগ্রেসের সাথে যদি বামেদের জোট না হয়, তাহলে বামেদের এককভাবে লড়াই করতে হবে। গত লোকসভা নির্বাচনে এমনিতেই রাজ্যে বামেদের ভোটব্যাঙ্ক কার্যত প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছিল।

তাই এই পরিস্থিতিতে দলের পুরোনো দিনের দাপুটে নেতাদের সক্রিয় করতেই সিপিএমের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে মনে করছেন একাংশ। যার ফলস্বরুপ এদিন সাসপেন্ড হওয়ার সিপিএম নেতা সুশান্ত ঘোষ দলের সদর দপ্তরে উপস্থিত হলেন বলে দাবি একাংশের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!