লাল থেকে ঘাসফুল হয়েও হয়নি কোনো উন্নয়ন, ভোট বয়কট এলাকাবাসীর বিশেষ খবর রাজ্য May 2, 2018 ভোট বয়কটের নজিরবিহীন সিদ্ধান্ত নিল বাঁকুড়ার ইন্দপুর ব্লকের দিগারবাইটের এলাকাবৃন্দ। তাদের তরফ থেকে অভিযোগ উঠেছে যে গ্রামে বসবাস করা শতাধিক মানুষ উন্নয়নের মুখ দেখেনি বহুকাল। বাম আমল থেকে টিএমসির হাতে রাজ্যের ক্ষমতা এল উন্নয়নের খুড়োর কল দেখিয়ে অথচ তাঁদের অবস্থার পরিবর্তন কিছুই হল না। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। স্কুল বা হাসপাতালে যেতে গেলে নাজেহাল হয়ে পড়তে হয় গ্রামবাসীকে।বর্ষাকাল এলে তো রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যায়।লাল পার্টির আমল থেকেই তাঁরা তাঁদের অসুবিধার কথা বারবার জানিয়েছেন। বছর পেরিয়ে গেলেও প্রশাসন কোনো ইতিবাচক পদক্ষেপই নেয়নি। শুধু আশ্বাস দিয়ে গেছে। আর এতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এই সমস্যা সমাধানের দায়িত্ব নিয়েছেন ইন্দপুর মহাকুমাশাসক তনয় দেব। বিডিওকে ইতিমধ্যে গ্রামে গিয়ে সবকিছু পর্যবেক্ষণের নির্দেশও দিয়েছেন তিনি। আমাদের ফেসবুক পেজে কিছু টেকনিকাল প্রবলেমের জন্য নতুন নিউজ পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে, সবসময় সব পোস্ট করাও যাচ্ছে না। তাই নতুন নিউজ পড়তে দয়া করে চোখ রাখুন সরাসরি আমাদের পোর্টালে, ক্লিক করুন এই লিঙ্কে – priyobandhu.com আপনার মতামত জানান -