এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট চাইতে গিয়ে একি বললেন তৃণমূল নেতা? মন্তব্য ভাইরাল, বিতর্ক তুঙ্গে

ভোট চাইতে গিয়ে একি বললেন তৃণমূল নেতা? মন্তব্য ভাইরাল, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচনে মূলত প্রধান প্রতিপক্ষ হয়ে সামনাসামনি লড়াই করছে তৃণমূল এবং বিজেপি। একই সাথে এটাও বলা যায়, প্রথম থেকেই এবারের নির্বাচনে ধর্মীয় মেরুকরণ অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। মূলত, গেরুয়া শিবিরের প্রায় প্রত্যেকেই হিন্দু ভোটের ভরসায় রাজ্যের মসনদ দখলের বার্তা দিয়েছেন। অন্যদিকে তৃণমূল শিবির বরাবরই সর্বধর্ম এক করে রাজ্য ধরে রাখতে মরিয়া। রাজ্যের মুসলিম ভোটের একটা বড় অংশ যে তৃণমূলের দিকে আসে, সে কথা সবার জানা। কিন্তু এবার গেরুয়া শিবিরের ধর্মীয় মেরুকরণের রং যে তৃণমূলের গায়েও লাগছে সে কথা প্রকাশ পেল তৃণমূল নেতার মন্তব্যে।

প্রসঙ্গত, শিয়রে ভোট। আর তার আগে চলছে লাগাতার প্রচার। প্রচারে বেরিয়ে বীরভূমের নানুর এলাকায় বাসাপাড়ায় গিয়েছিলেন তৃণমূল নেতা শেখ আলম। আর সেখানেই তিনি দাবি করেন, সংখ্যালঘুদের একজোট করলে চার চারটে পাকিস্তান হয়ে যাবে বলে। যথারীতি তৃণমূল নেতার এই বক্তব্যের ফলে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক। আর এই বিতর্ককে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্য। একই সঙ্গে তাঁর দাবি, প্রার্থী দলনেত্রীর প্রতি নিজের আনুগত্য প্রকাশ করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে মুসলমানদের নিয়ে তৃণমূল নেত্রীর অবস্থানের ব্যাখ্যাও চাইলেন তিনি। বুধবার বিকেলে প্রচারে বেরিয়ে তৃণমূল নেতা শেখ আলম বার্তা দেন, যারা সংখ্যালঘু এরাজ্যে তারা 30%। বাকি হিন্দুরা 70%। আর এই 70% নিয়েই রাজ্যের ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপি। সে ক্ষেত্রে 30% লোক যদি একদিকে হয়ে যায়, তাহলে চার-চারটে পাকিস্তান হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই এটি একটি উস্কানিমূলক মন্তব্য বলে ব্যাখ্যা করেছে গেরুয়া শিবির।

মুহুর্তের মধ্যে তৃণমূল নেতার এই বক্তব্য ভাইরাল হয়ে যায়। অন্যদিকে এই বিতর্ক প্রসঙ্গে বীরভূম জেলা পরিষদের কর্মদক্ষ করিম খান জানিয়েছেন, এক্ষেত্রে বিজেপি যেভাবে হিন্দু মুসলিম ভাগ করছে, সেই প্রসঙ্গে তৃণমূল নেতা বক্তব্য রেখেছেন। প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী শেখ আলমের সঙ্গে ওই একই প্রচারে উপস্থিত ছিলেন করিম খান। হিন্দু মুসলিম ভোট নিয়ে প্রথম থেকেই বিতর্ক চলছে রাজ্যে। আর এবার তৃণমূল নেতা যেভাবে রাজ্যের 30% মুসলিমকে একদিকে নিয়ে গিয়ে বড়োসড়ো দাবি করলেন, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আগামী বেশ কয়েকদিন যাবত এই মন্তব্য ঘিরে যে বিতর্ক চলবে, সে ব্যাপারে একমত বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!