এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট চলাকালীন এলাকায় উপস্থিত বিজেপি প্রার্থীর ওপর হামলা, অভিযোগের নিশানায় তৃণমূল

ভোট চলাকালীন এলাকায় উপস্থিত বিজেপি প্রার্থীর ওপর হামলা, অভিযোগের নিশানায় তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে চলছে 30 টি আসনের বিধানসভা নির্বাচন। দ্বিতীয় দফার এই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা চরমে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে গন্ডগোলের। তার মধ্যে গতকাল থেকেই কেশপুর উত্তপ্ত হয়ে রয়েছে তৃণমূল কর্মীর মারা যাওয়ার ঘটনায়। আর এদিন সকালে উত্তর পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিজেপি প্রার্থীর গাড়িতে ব্যাপক ভাঙচুর চলা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কেশপুর এলাকায়।

সূত্রের খবর, উত্তর পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিজেপি প্রার্থী এলাকায় পৌঁছাতেই তাঁর গাড়ি ঘিরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অভিযোগের আঙুল উঠেছে অবশ্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। একই সাথে সংবাদমাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, কেশপুরের গ্রামের একাধিক বুথে ছাপ্পা ভোট হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছান বিজেপি প্রার্থী প্রীতীশরঞ্জন কুঁয়ার। অভিযোগ উঠেছে, গ্রামে ঢোকা মাত্রই বিজেপি প্রার্থী আক্রান্ত হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে ধরা হয় এবং অনবরত তাঁর গাড়িতে ইটবৃষ্টি করা হয়। লাঠি, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে একদল দুষ্কৃতী। সংবাদমাধ্যমের গাড়িতেও একইভাবে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, এলাকায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলেও কোনো পুলিশ আধিকারিক বা কেন্দ্রীয় বাহিনীকে নজরে পড়েনি। এই ঘটনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তদন্তের দাবি করেছেন কেশপুরের বিজেপি প্রার্থী।

তবে কেশপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূল ফুৎকারে উড়িয়ে দিয়েছে বলে খবর। এবারের ভোটে নির্বাচনে কমিশন প্রত্যেকটি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছে। সে ক্ষেত্রে রাজনৈতিক হিংসা আটকাতে প্রত্যেকটি বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন উপস্থিতি দেখা গিয়েছে। তার মধ্যেও কিভাবে খোদ বিজেপি প্রার্থীর ওপর হামলা চলল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। আপাতত দেখার নির্বাচন কমিশন এই হামলার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!