এখন পড়ছেন
হোম > জাতীয় > শীঘ্রই হতে চলেছে ভোট, আর তাই জনগণের মন জয় করতে মুখ্যমন্ত্রী দিলেন মাস্টারস্ট্রোক

শীঘ্রই হতে চলেছে ভোট, আর তাই জনগণের মন জয় করতে মুখ্যমন্ত্রী দিলেন মাস্টারস্ট্রোক


আগামী বছরেই দিল্লিতে হতে চলেছে বিধানসভা ভোট। আর এখানেও মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের চিন্তা বাড়িয়েছে বিজেপি। ফলে দিল্লির ক্ষমতা হাতছাড়া করতে নারাজ মুখমন্ত্রী এবার জনগণের মন জয়ে বড়সড় পদক্ষেপ নিলেন। রাজনৈতিকমহলের মতে এটা বড়সড় মাস্টারস্ট্রোক।

কি করলেন তিনি ? জানা যাচ্ছে যে, চালু হল ‘ফ্রি লাইফলাইন ইলেকট্রিসিটি’ প্রকল্প। কি সেই প্রকল্প। জানা যাচ্ছে বিদ্যুতের বিল যাঁদের কোনও মাসেই ২০০ ইউনিটের বেশি হয় না তাঁরা এই যাওয়ায় জুতো হবেন। তাদের বিদ্যুতের
জন্য কোনো টাকা দিতে হবে না। আর যাদের ২০১ থেকে ৪০০-র মধ্যে, তাদের অর্ধেক দাম দিতে হবে এখন যা দিচ্ছেন তার থেকে।

এই সিদ্ধান্তকে এদিন কেজরিওয়াল ঐতিহাসিক পদক্ষেপবলে দাবি করেন। সাথেই তিনি বলেন যে, ”দেশে এখন সবচেয়ে সস্তায় বিদ্যুত্‍ মিলবে দিল্লিতেই। আম আদমির জন্য এটা ঐতিহাসিক পদক্ষেপ।”সাথেই তিনি প্রশ্ন তোলেন যে, ”বড় বড় রাজনীতিক আর ভিআইপি-রাও বিনা পয়সায় বিদ্যুত্‍ পাবেন, এটা নিয়ে কেউ কোনও প্রশ্ন তোলেননি এখনও পর্যন্ত। আম আদমিকে কেন ঠকাব? আপনারাই বলুন, আমার এই পদক্ষেপে কি কোনও ভুলত্রুটি রয়েছে?”

সাথেই দাবি করেন যে, ”শীতে তো দিল্লির ৭০ শতাংশ মানুষেরই মিটার থাকে ২০০ ইউনিটের মধ্যে। সে ক্ষেত্রে বহু মানুষ উপকৃত হবেন এই পদক্ষেপে।”
ফলে সাধারণ মানুষের মন জয় করতে এই নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী মাস্টারস্ট্রোক দিলেন বলেই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!