এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভোট চলাকালীন পোলিং অফিসারের জ্বর, আতঙ্কিত ভোট কর্মীরা!

ভোট চলাকালীন পোলিং অফিসারের জ্বর, আতঙ্কিত ভোট কর্মীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিনকে দিন বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের প্রকোপ। কিভাবে এই ভাইরাসকে আটকানো যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছে সকলে। ইতিমধ্যেই নির্বাচনের প্রচার প্রক্রিয়াকে অনেকটাই কাটছাট করেছে নির্বাচন কমিশন। তবে পঞ্চম দফার নির্বাচন শুরু হতে না হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল। হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, করোনা বিধি মেনে পঞ্চম দফার নির্বাচন সম্পন্ন করতে হবে। কিন্তু এদিন সেই নির্বাচন শুরু হতে না হতেই এক সেকেন্ড পোলিং অফিসারের কাঁপুনি দিয়ে জ্বর আসে। সাথে সাথেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ভোটগ্রহণ কেন্দ্রে।

ইতিমধ্যেই সেই পোলিং অফিসারকে বদল করা হয়েছে। যেখানে অসুস্থ পোলিং অফিসারকে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে। তবে ভোটগ্রহণ কেন্দ্রে সঠিক পরিমাণে স্যানিটাইজার করার অভিযোগ তুলেছেন আশা কর্মী এবং ভোটারদের একাংশ। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আতঙ্ক ক্রমশ বাড়তে শুরু করেছে। যদিও বা এই সেকেন্ড পোলিং অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে তিনি যাদের যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের নিয়েও আতঙ্ক ক্রমশ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এত সচেতনতা সত্ত্বেও কেন গা ঢিলেমি, আমি এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

অনেকেই বলতে শুরু করেছেন, এভাবেই যদি গোটা পরিস্থিতি চলতে থাকে, তাহলে কিভাবে নির্বাচনের মুহূর্তে সুরক্ষিত থাকবেন ভোটার এবং ভোট কর্মীরা! যেখানে প্রতি মুহূর্তে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে, সেখানে এই ধরনের গা ঢিলেমি প্রক্রিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন একাংশ।

দিনকে দিন করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে। পঞ্চম দফার নির্বাচনে করোনা বিধি মানার জন্য কড়া নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তারপরেও যেভাবে নির্বাচন শুরু হতে না হতেই এক সেকেন্ড পোলিং অফিসারের জ্বর আসতে শুরু করল, তাতে আতঙ্ক ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!