এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > ভোট দিতে পারলেন না বুদ্ধদেব, মীরার গলায় আক্ষেপের সুর!

ভোট দিতে পারলেন না বুদ্ধদেব, মীরার গলায় আক্ষেপের সুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকেছেন তিনি। তবে গত বিধানসভা নির্বাচনের পর এবার বিধানসভা উপনির্বাচনেও নিজের গণতান্ত্রিক মতামত দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থতার কারণে এখন শয্যাশায়ী তিনি। আর সেই কারণেই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে স্ত্রী এবং মেয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেও, ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, আজ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর সেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেরই ভোটার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিছুদিন আগেই রাজ্যে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিধানসভা উপনির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি তিনি।

যার কারণ ছিল শারীরিক অসুস্থতা। এবারেও বিধানসভা উপনির্বাচনে স্ত্রী এবং মেয়ে সশরীরে ভোটদান করলেও, ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতেই পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। যা নিয়ে আক্ষেপের সুর শোনা গেছে তার সহধর্মিনী মীরা ভট্টাচার্যের গলায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!