এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভোট ঘোষণা হতেই তৎপর কমিশন, সরিয়ে দেওয়া হল মমতা ঘনিষ্ঠ প্রশাসনিক কর্তাকে!

ভোট ঘোষণা হতেই তৎপর কমিশন, সরিয়ে দেওয়া হল মমতা ঘনিষ্ঠ প্রশাসনিক কর্তাকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে ভোটের দামামা বাজার অনেক আগে থেকেই বিরোধীদের পক্ষ থেকে কমিশনের কাছে নানা আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছিল। যেখানে বিজেপি থেকে শুরু করে বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে কমিশনের কাছে বারবার আর্জি জানানো হয়েছিল, পশ্চিমবাংলার নির্বাচনে সন্ত্রাসের ঘটনা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই এবারের নির্বাচন যেন পক্ষপাতদুষ্ট না হয়।

শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সহ আরও চার রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। যে ঘটনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে, এবার নির্বাচন কমিশনের নজরেও পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে নির্বাচনের দামামা বাজার সাথে সাথে এবার তৎপর হতে শুরু করল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা পদ থেকে সরিয়ে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ জাভেদ শামিমকে। যেখানে তাকে দমকলের ডিজি পদে আনা হয়েছে বলে খবর। আর দমকলের ডিজি থাকা জগমোহনবাবুকে নিয়ে যাওয়া হয়েছে এডিজি আইন-শৃঙ্খলাতে। স্বাভাবিক ভাবেই কমিশনের পক্ষ থেকে আদর্শ আচরণ বিধি লাগু হবার পরেই এই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 11 ফেব্রুয়ারি বামেদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতায়। যেখানে লাঠিচার্জে বামেদের এক কর্মী প্রাণ হারান বলে অভিযোগ। আর সেই সময় কলকাতা পুলিশের এলাকায় সক্রিয় ছিলেন জাভেদ শামীম। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে।

অনেকে বলেন, এই জাভেদ সামীম মমতা শামিম বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। নির্বাচনের আগে বিরোধীরা যখন রাজ্যের একাধিক পুলিশ কর্তার আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে, তখন রাজ্যে নির্বাচনের দামামা বাজার পরেই সেই জাভেদ শামিমকে সরিয়ে দিয়ে নির্বাচন কমিশন মাস্টার স্ট্রোক দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিরোধীদের আবেদনে নির্বাচন কমিশন এবার পদক্ষেপ নিতে শুরু করল। রাজ্যের পুলিশ প্রশাসন যে তৃণমূল সরকারের কোথায় চলছে তা বারে বারে কমিশনের কাছে তুলে ধরেছে বিরোধী রাজনৈতিক দলগুলো এ ক্ষেত্রে নিজেদের বক্তব্যের মধ্যে দিয়েও রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূলের দাসে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর রাজ্যে আদর্শ আচরণ বিধি লাভ হয়ে যাওয়ার পর এই সেই প্রশাসনিক কর্তাকে বদলি করে দিয়ে রাজ্যের শাসক দল ঘাসফুল শিবিরের অস্বস্তি কিছুটা হলেও বাড়িয়ে দিল নির্বাচন কমিশন বলে মনে করছেন বিশ্লেষকরা। অতীতেও এইরকম ঘটনার সাক্ষী থাকতে হয়েছে রাজ্যকে। যার ফলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে শাসক দলের শীর্ষ নেতৃত্বকে।

আর এবার বিধানসভা নির্বাচনের দামামা বাজার সাথে সাথেই যেভাবে জাভেদ শামিমমের মত অফিসারকে বদলি করে দেওয়া হল, তাতে তৃণমূলের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!