এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটে হেরেও নিস্তার নেই! এবার বড়সড় আইনি জটিলতায় ‘ফাঁসতে’ চলেছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়?

ভোটে হেরেও নিস্তার নেই! এবার বড়সড় আইনি জটিলতায় ‘ফাঁসতে’ চলেছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিপদ কখনও একা আসে না। এই সত্যটি প্রমাণ হয়ে গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে। বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। আর এবারে বড়োসড়ো আইনি জটিলতায় ফাঁসতে চলেছেন বাবুল সুপ্রিয়। করোনা বিধি ভঙ্গের অভিযোগে তাঁকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী তিন দিনের মধ্যে তাঁকে থানায় হাজিরা দিতে হবে, তদন্তের স্বার্থে চলবে জিজ্ঞাসাবাদ।

গতকাল রাতে বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যেখানে তিনি জানিয়েছেন যে, হাড়োয়া থানার পক্ষ থেকে এক চিঠি দেয়া হয়েছে তাঁকে। এই চিঠিতে হাড়োয়া থানার সাব-ইন্সপেক্টর দেবেন মন্ডল তিন দিনের মধ্যে তাঁকে থানায় উপস্থিত হতে বলেছেন, জিজ্ঞাসাবাদও করা হবে বলে, জানানো হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনাকে তিনি মুখ্যমন্ত্রীর পুলিশের পদক্ষেপ বলে জানিয়েছেন। তিনি বোঝাতে চান, তাঁর মত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর যদি এই অবস্থা হয়, তবে সাধারন বিজেপি কর্মী সমর্থকদের কি অবস্থা চলছে রাজ্য জুড়ে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পোস্ট এর মাধ্যমে তিনি জানাতে চান যে, রাজনৈতিক প্রতিহিংসা চলছে তাঁর বিরুদ্ধে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। পুলিশের এই পদক্ষেপ রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। প্রসঙ্গত, গত ১৪ ই এপ্রিল বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ করা হয়। অভিযোগ উঠেছে করোনা বিধি তিনি ভঙ্গ করেছেন। আবার, কলকাতার এক সভাতেও তাঁর বিরুদ্ধে করোনা বিধি ভাঙার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছিল, এই সভায় তিনি সামাজিক দূরত্ব অমান্য করেছিলেন, মাস্ক পর্যন্ত পরিধান করেননি অনেকে।

এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, তিনি মোটেই বোকা নন, তাই আগে থেকেই সামাজিক দূরত্ব মান্য করার কথা বলা হয়েছিল সকলকে। এর পরও তাঁর বিরুদ্ধে পুলিশের এই পদক্ষেপের পর সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে, তাঁর বিরুদ্ধে মমতা দিদির পুলিশ এফআইআর করেছেন। বিজেপি প্রার্থীর জন্য প্রচার করতে হাড়োয়া গিয়েছিলেন তিনি। এ বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। তাঁর আইনজীবীরা প্রয়োজনীয় আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!