এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটে হেরেও শান্তি নেই! দলবদলে বিজেপিতে যাওয়া নেতাকে এবার চরম ‘শাস্তি’ দিতে চলেছে তৃণমূল?

ভোটে হেরেও শান্তি নেই! দলবদলে বিজেপিতে যাওয়া নেতাকে এবার চরম ‘শাস্তি’ দিতে চলেছে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রায় অনেক দিন হয়ে গেল, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। সম্প্রতি হয়ে যাওয়া বাংলার বিধানসভা নির্বাচনে তাকে বিধাননগর কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনে জয়লাভ করতে পারেননি তিনি। আর বিজেপির টিকিটে দাঁড়িয়ে পরাজিত হওয়ার পর এবার সব্যসাচী দত্তের অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পেল।

জানা গেছে, এবার বিধাননগর পৌরনিগমের ওয়ার্ড কো-অর্ডিনেটরের প্রস্তাবিত তালিকা থেকে বাদ গেলেন সেই সব্যসাচী দত্ত এবং আরও ছয়জন। মূলত বিধানসভা নির্বাচনের আগে তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাই তাদের আরও বেশি করে কোণঠাসা করতে শাসক দলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধাননগর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন এই পৌরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। তবে বিজেপিতে যোগ দেওয়ার পর তাকে মেয়র পদ থেকে সরানো হলেও, তিনি ওয়ার্ড কো-অর্ডিনেটরের পদে ছিলেন। তবে এবার সেই পদ থেকেও সব্যসাচীবাবু এবং তার ঘনিষ্ঠ যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হল।

জানা গেছে, সব্যসাচী দত্তের ওয়ার্ডে তার জায়গায় বেশকিছু নাম প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে রয়েছেন সুপ্রিয় দত্ত, রঞ্জন পোদ্দার, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং রত্না ভৌমিক। এদিন এই প্রসঙ্গে বর্তমান বিধাননগর পৌরসভার প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী বলেন, “করোনা এবং বর্ষার সময় কাজ করার জন্য দলের পক্ষ থেকে দ্রুত কো-অর্ডিনেটর নিয়োগের নির্দেশ দেওয়া হয়। আঞ্চলিক নেতৃত্বের কাছ থেকে যে নামগুলো আসে, সেই মত করে প্রস্তাব গ্রহণ করে নতুন তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”  অর্থাৎ নতুন করে তালিকা তৈরি করে বিজেপিতে চলে যাওয়া নেতাদের আরও বেশি করে কোণঠাসা করতেই যে এই উদ্যোগ নেওয়া হল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, বিজেপিতে যোগদানের পর তৃণমূলের বিরুদ্ধে প্রতিমুহূর্তে কটাক্ষ ছুড়ে দিতে শুরু করেছিলেন সব্যসাচী দত্ত। কোনোমতেই বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসুকে জয়লাভ করতে দেবেন না বলে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের ফলাফলের পর সব্যসাচী দত্তের সেই কথা বাস্তবায়িত হয়নি। তৃণমূলের সুজিত বসু জয়লাভ করেছেন।

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে সব্যসাচীবাবু কার্যত কোণঠাসা হয়ে গিয়েছেন। বিজেপির রাজ্য দপ্তরে তেমনভাবে তাকে দেখা যাচ্ছে না। আর তার মাঝেই সেই সব্যসাচী দত্ত সহ তার সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া বেশ কিছু জনকে কোণঠাসা করার কৌশল গ্রহণ করল শাসক দল। যেখানে প্রশাসক মন্ডলীর প্রধানের পক্ষ থেকে নতুন করে ওয়ার্ড কো-অর্ডিনেটরদের তালিকা ঠিক করে সরিয়ে দেওয়া হল বিজেপিতে যাওয়া সব্যসাচী দত্তকে। সব মিলিয়ে পরাজিত হয়ে যাওয়ার পর আবারও পদ খুইয়ে বড়সড় অস্বস্তিতে হেভিওয়েট বিজেপি নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!