এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটে জিততেই তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

ভোটে জিততেই তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে বিজেপি নেতা কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এবার যেন উলটপুরান ঘটল রাজ্যে। অভিযোগ, বিজেপির পক্ষ থেকে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে জয়লাভ করা শিখা চট্টোপাধ্যায় তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে শাসানি দিতে শুরু করেছেন। যার ফলে অনেক তৃণমূল কর্মী আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্বাভাবিক ভাবেই বিজেপির পক্ষ থেকে জয়লাভ করার পরেই তাদের বিধায়কের এই ধরনের আচরণকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। এতদিন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস করার অভিযোগ তুলত, কিন্তু সেই বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ ওঠায় কার্যত চাঞ্চল্য তৈরি হয়েছে শিলিগুড়ির ডাবগ্রাম- ফুলবাড়ি এলাকায়।

জানা গেছে, শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকায় এবার রাজ্যের মন্ত্রী গৌতম দেবকে পরাজিত করে জয়লাভ করেছেন বিজেপির শিখা চট্টোপাধ্যায়। তবে বিজেপি এখানে জয়লাভ করার পর থেকেই বাঁশবেরিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তিন নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে ফুলবাড়ী 1 অঞ্চল তৃনমূলের সভাপতি তপন সিংহ বলেন, “ভোটের পর থেকেই জায়গায় জায়গায় বিজেপি অশান্তি সৃষ্টি করতে চাইছে। বেছে বেছে তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকদের বাড়িতে গিয়ে বিজেপির গুন্ডারা প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাদের প্রাক্তন বুথ সভাপতির বাড়িতে গিয়ে বিজেপির একদল দুষ্কৃতী প্রথমে হুমকি দিয়েছে। পরবর্তীতে অন্যান্য তৃণমূল কর্মীদের বাড়ি ভেঙে দেওয়া পুড়িয়ে দেওয়া এবং তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে।”

শুধু তাই নয়, পুলিশের কাছে অভিযোগ করার জন্য অনেক নেতার বাড়িতে গিয়েও হুমকি দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক বলে অভিযোগ এই তৃণমূল নেতার। আর এখানেই প্রশ্ন, সবেমাত্র বিজেপির রাজ্যের কিছুটা হলেও উত্থান হয়েছে। 77 টি আসন পেয়ে তারা বিরোধী দলের জায়গা দখল করেছে। কিন্তু তারা বিরোধী দলের জায়গা দখল করার সাথে সাথেই যেভাবে তাদের বিধায়কের বিরুদ্ধে সন্ত্রাস এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, তাতে বিজেপি যে এখানে কিছুটা হলেও অস্বস্তির মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

তবে তৃণমূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তিনি বলেন, “গন্ডগোল হচ্ছে শুনে আমি মীমাংসা করতে গিয়েছিলাম। সবাইকে নিয়ে বসে আমি বুঝিয়ে এসেছি, কেউ যাতে কোনো গণ্ডগোল না করেন। সবাইকে একসঙ্গে শান্তিতে মিলেমিশে থাকতে হবে, সেটাই বোঝাতে গিয়েছিলাম।” অর্থাৎ ভোটে জয়লাভের পর বিজেপি বিধায়কের বিরুদ্ধে তৃণমূলের নেতা-কর্মীদের বেছে বেছে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস।

কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তা সম্পূর্ণরূপে অস্বীকার করে দিলেন বিজেপি বিধায়ক। যেখানে গন্ডগোল হচ্ছে শুনে তিনি এলাকা শান্ত করতে গিয়েছিলেন বলে জানিয়ে দিলেন শিখা চট্টোপাধ্যায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজায় যে প্রবল উত্তপ্ত হতে শুরু করেছে এসেছে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকা, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!