এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লক্ষ্য বিধানসভা ভোট, এখন থেকেই ঝাঁপাচ্ছে তৃণমূল, শুরু দেওয়াল লিখন

লক্ষ্য বিধানসভা ভোট, এখন থেকেই ঝাঁপাচ্ছে তৃণমূল, শুরু দেওয়াল লিখন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই প্রার্থী নির্বাচনের আগেই বিজেপির বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেছে। সেখানে এবার বিধানসভা নির্বাচনের আগে আর পিছিয়ে থাকতে রাজি নয় তৃণমূল। জানা গেছে, এবার বিধানসভা ভোটকে লক্ষ্য করে জোরকদমে মাঠে নেমে পড়তে চলেছেন যুব তৃণমূল কর্মীরা।

জানা গেছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে কাটোয়া বিধানসভা এলাকায় দেওয়াল লিখন শুরু করা হয়েছে। সেখানে কোনও প্রার্থীর নাম নয়, দলের প্রতীক চিহ্ন জোড়াফুল এঁকে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে সেই দেওয়াল লেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আর এই কাজের জন্যই রাজনৈতিক বিশ্লেষকরা ২০২১ সালে বিধানসভা নির্বাচনের জন্য শাসকদল ও বিজেপি দুই যুযুধান গোষ্ঠীই নিজেদের নিজেদের লড়াই শুরু করে দিয়েছে বলেই মনে করছেন। যেখানে বিজেপির পক্ষ থেকে দেওয়াল চুনকাম করে দেওয়াল দখল করতে দেখা গেছে, সেখানে আবার শাসক দলের তরফে কোথাও দলীয় প্রতীকচিহ্ন এঁকেও, আবার কোথাও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের নাম লিখে দেওয়াল লিখন করতে দেখা গেছে।

জানা গেছে, সেখানে দাঁইহাট শহরজুড়ে প্রচুর দেওয়াল লিখন করছেন যুব তৃণমূল কর্মীরা। শুধু তাই নয়, দলের কর্মীরাও এখন থেকেই পুরোদমে প্রচারে নেমে পড়েছেন বলেও জানা গেছে। এব্যাপারে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সহ সভাপতির তরফে জানা গেছে, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশমতই এলাকায় দেওয়াল লিখন শুরু করেছেন তিনি।

সেইসঙ্গে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে বলেও জানা গেছে। সেইসঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলিকে বেশি করে তুলে ধরা হচ্ছে বলেই জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য সূত্রে জানা গেছে, তৃণমূল কর্মীরা কাটোয়া বিধানসভার বিভিন্ন এলাকায় দেওয়ালে চুনকাম শুরু করেছেন। সেইসঙ্গে এলাকায় বাড়ি বাড়ি ঘুরতেও দেখা গেছে তৃণমূল কর্মীদের। সেখানে ছোট ছোট ঘরোয়া বৈঠক করে নেতারা দলীয় কর্মীদের রূপরেখা তৈরি করে দিয়েছেন বলেও জানা গেছে।

সেখানে কীভাবে ভোটের জন্য কাজ হবে তা তাও বলে দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। তাছাড়া জনসংযোগের কাজেও যে তারা পিছিয়ে নেই, সেই কথাও বলা হয়েছে। সেইসঙ্গে এলাকায় সরকারের জনমুখী কর্মসূচি প্রচার করা থেকে শুরু করে মিছিল করা হচ্ছে বলেও জানা গেছে। তাছাড়া প্রতিটি বুথে বুথভিত্তিক কর্মী সম্মেলন করে লোকসভার ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানা গেছে।

অন্যদিকে, বিজেপিতেও ভোটের জন্য তৎপরতা বেড়েছে বলেই জানা গেছে। তারাও বিভিন্ন এলাকায় গিয়ে কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করছেন বলেও দেখা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, কাটোয়া বিধানসভার ২৯৭টি বুথে গত লোকসভা নির্বাচনে ১৮৫৯টি ভোটে পিছিয়ে থাকতে দেখা গিয়েছিল শাসকদলকে।

সেখানে বিজেপি ৮৯ হাজার ১৭৫টি ও তৃণমূল ৮৭ হাজার ৩১৬টি ভোট পেয়েছিল বলে জানা যায়। এমনকী কাটোয়া ও দাঁইহাট পুরসভা এলাকাতেও শাসকদল পিছিয়ে ছিল। দাঁইহাট শহরে ২৪৪৭টি ভোটে তৃণমূল পিছিয়ে ছিল। বিশেষজ্ঞদের মতে, তাই গতবারের হারানো ভোটব্যাঙ্ক পুনরুদ্ধার করতে তৃণমূল মরিয়া হয়ে উঠেছে।

সেকারণেই দলের সাংগঠনিক রদবদল করা হয়। কাটোয়া-২ ব্লক সভাপতিকে সরিয়ে নতুন মুখ আনা হয়। অন্যদিকে দলের নেতারা পুরনো কর্মীদের গুরুত্ব দিতে শুরু করেছেন বলেও জানা গেছে। আর সেই কারণেই জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু করা হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!