এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বুথদখল, ছাপ্পাভোট, এজেন্ট অপহরণ, ভোট করিয়ে নেওয়া – কুচবিহারে একের পর এক অভিযোগ বিরোধীদের

বুথদখল, ছাপ্পাভোট, এজেন্ট অপহরণ, ভোট করিয়ে নেওয়া – কুচবিহারে একের পর এক অভিযোগ বিরোধীদের

সারা দেশের অন্যান্য রাজ্যের মত বাংলাতেও শুরু হয়ে গেল দেশের সপ্তদশ লোকসভা গঠনের উদ্দেশ্যে ভোট গ্রহণ। আজ উত্তরবঙ্গের দুই আসন কুচবিহার ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। এখানে মূল লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে – সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে এখানে ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু বাস্তবে তা হয় নি – আর তাই মতের উপর ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও, একাধিক অভিযোগ উঠে আসছে বিরোধীদের তরফে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. দিনহাটার আবুতারাতে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা, অভিযোগের তীর তৃণমূলের দিকে
২. দাওয়াই যা দেওয়ার আগেই দেওয়া আছে, তৃণমূলের পাশেই রয়েছে কোচবিহার – বিতর্কিত মন্তব্য মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের
৩. দিনহাটার মাতালহাটে রাস্তার পাশে উদ্ধার বোমার স্পিল্টার – বোমাবাজির অভিযোগে রাস্তা অবরোধ বিজেপির
৪. কুচবিহারের একটি বুথে তৃণমূল এজেন্ট বিজেপি এজেন্টকে বার করে দিতে গেলে বাধা দেন প্রিসাইডিং অফিসার। পাহারায় থাকা রাজ্য পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু তৃণমূল এজেন্টের
৫. কুচবিহারে বিভিন্ন বুথে পুনর্নির্বাচনের দাবি তুললেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
৬. কুচবিহারের ভোট-পরিস্থিতি জানতে রবীন্দ্রনাথ ঘোষকে ফোন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
৭. কুচবিহারের বক্সিরহাটে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় সিআরপিএফ-এর বিশাল বাহিনী, পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত নিয়ন্ত্রণে পরিস্থিতি
৮. জেনারেল অবজার্ভারের নেতৃত্বে বক্সিরহাটে গিয়ে সমস্ত জটলা সরিয়ে, হয় তাঁদের বাড়ি অথবা বুথে পাঠিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী, অলিতে-গলিতে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
৯. দিনহাটার ভূতকুড়ির ১৪৭ নম্বর বুথে গুলি চলার অভিযোগ, অশান্তির জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ভোটগ্রহণ
১০. আলিপুরদুয়ারের নাগরাকাটার শুলকাপাড়ায় ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল
১১. কুচবিহারের সিতাইয়ে বিআর ছাত্র গর্ভমেন্ট প্রাইমারি স্কুলের ৬/২৫ নম্বর বুথে বিজেপি এজেন্টকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
১২. কুচবিহারে রাজ্য পুলিশের সঙ্গে মিশে বুথ পাহারা দিচ্ছে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ
১৩. দিনহাটার গড়কড়া স্কুল বুথে তৃণমূল পঞ্চায়েত প্রধান মলি রায় সিংহ ও তাঁর স্বামী লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করে ছাপ্পা ভোট দিচ্ছেন বলে অভিযোগ ওঠে, ঘটনাস্থলে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক পৌঁছালে শুরু হয় তীব্র বচসা
১৪. বীরপাড়ায় কেন্দ্রীয় বাহিনীর পোশাকে বুথের বাইরে দেখা গেল এক হোমগার্ড – চূড়ান্ত বিভ্রান্তি ভোটারদের মধ্যে
১৫. দিনহাটার ভূতকুড়ির ১৪৭ নম্বর বুথে ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করে ভোট দেওয়াচ্ছে তৃণমূল বলে অভিযোগ বিজেপির

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!