এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোট মিটতেই বিজেপি এজেন্টকে গুলি, চাঞ্চল্য উত্তরবঙ্গে!

ভোট মিটতেই বিজেপি এজেন্টকে গুলি, চাঞ্চল্য উত্তরবঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সবেমাত্র ষষ্ঠ দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আর নির্বাচন প্রক্রিয়া শেষ হতে না হতেই এবার বিজেপির এজেন্টকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায়। যেখানে চোপড়ার মিছরিগজ এলাকার বাসিন্দা মহম্মদ রহমানকে লক্ষ্য করে বেশ কয়েক জন দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সোচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টি।

জানা যায়, স্থানীয় ন্যাংটাগছ এলাকার 166 নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট ছিলেন মহম্মদ রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় যখন ভোটগ্রহণপর্ব সমাপ্ত হয়, তখন বিজেপির পোলিং এজেন্টকে লক্ষ্য করে বেশ কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। অল্পের জন্য রক্ষা পান বিজেপির পোলিং এজেন্ট। কিন্তু তার দাদা, বৌদি এবং বোনের শরীরে সেই গুলি লাগে। পরবর্তীতে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর এরপর থেকেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ঘটনায় তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সোচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টি। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন চোপড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। যদিও বা শাসক দলের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে।

তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভোটের আগের রাতে বাইক বাহিনীর তান্ডবের পর ভোট মিটতে না মিটতে যেভাবে বিজেপির এজেন্টকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল, তাতে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অবিলম্বে ভোট-পরবর্তী হিংসা রুখতে কমিশনের কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!