এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট মিটতেই দুর্নীতির কাঁটা উপরে ফেলতে আন্তরিক তৃণমূল! পুলিশের জালে একাধিক প্রভাবশালী নেতা

ভোট মিটতেই দুর্নীতির কাঁটা উপরে ফেলতে আন্তরিক তৃণমূল! পুলিশের জালে একাধিক প্রভাবশালী নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে খুব একটা সহজ ছিল না। এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে একদিকে যেমন ছিল প্রতিষ্ঠানবিরোধী হাওয়া, ঠিক তেমনই দলের অনেক নেতার বিরুদ্ধে উঠতে শুরু করেছিল দুর্নীতির অভিযোগ। তাই এই পরিস্থিতিতে শাসকদল কিভাবে জয়লাভ করবে, তা নিয়ে নানা নেতার মধ্যে সংশয় দেখা দিতে শুরু করেছিল। তবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল রাজ্যে ক্ষমতায় বসার পর থেকেই এবার স্বচ্ছতার উপর জোর দিতে শুরু করেছে। আর সেই স্বচ্ছতায় জোর দেওয়ার কারণে এবার বিভিন্ন ঘটনায় অভিযুক্ত নেতাদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়ে গেল।

জানা গেছে, জমি কিনে দেওয়ার নাম করে কুড়ি লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার সত্যরঞ্জন শীল ওরফে সোনা শীলের বিরুদ্ধে। শনিবার এই অভিযোগে সোনা শীলের দুই অনুগামীকে তোলাবাজি এবং প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত সোনা শীলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

অর্থাৎ রাজ্যে ক্ষমতায় আসার পর এই এবার তৃণমূল কংগ্রেস যে স্বচ্ছতার ওপর জোর দিয়ে তাদের দলের সদস্য হওয়া সত্ত্বেও অভিযুক্তদের শাস্তির দাবিতে উদ্যত হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। জানা গেছে, বাঁশবেড়িয়া পৌরসভার বিদায়ী পৌরপ্রধান তথা বর্তমান পৌর প্রশাসক অরিজিতা শীলের স্বামীর নাম সোনা শীল। এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবেই তিনি পরিচিত।

সেদিক থেকে দল এতদিন ক্ষমতায় থাকলেও, সেভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারেনি প্রশাসনের কর্তা ব্যক্তিরা। কিন্তু তৃতীয় বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই সেই সোনা শীল এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে রীতিমত নজির গড়ল জেলা প্রশাসন। যার ফলে গোটা ঘটনাকে স্বাগত জানাচ্ছেন একাংশ। তাহলে কি এবার পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে? তৃণমূল কি এবার স্বচ্ছতার ওপর বেশি পরিমাণে জোর দিচ্ছে? আর তাই দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠা এই সোনা শীল এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যত হল জেলা প্রশাসন?

জানা গেছে, স্থানীয় বাসিন্দা সুমিতা দাস গত শনিবার মগরা থানার সোনা শীল এবং তার দুই ঘনিষ্ঠ বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যেখানে তোলাবাজি করার অভিযোগ তোলা হয় তাদের বিরুদ্ধে। আর এবার সোনাবাবুর দুই ঘনিষ্টকে গ্রেপ্তার করে রীতিমত নিরপেক্ষতার বার্তা দিল মগরা থানার পুলিশ বলেই মনে করছেন একাংশ। অনেকে বলছেন, গত বছর 7 নভেম্বর দলবিরোধী কাজের অভিযোগে এই সোনা শীলকে তৃণমূলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার তৃণমূলের পুরোভাগে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে দেখা যায় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এই বিষয়কে সামনে রেখে তৃণমূল বিরোধীদের চাপে পড়ে যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে গিয়েছিল। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত দলে পরিণত হয়েছে, তা সোনাবাবুদের মত নেতাদের আশ্রয় দেওয়াতেই কার্যত স্পষ্ট। কিন্তু তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই যেভাবে সেই সোনা শীলের  ঘনিষ্ঠ ব্যক্তিকে গ্রেফতার করা হল, তাতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।

এদিন এই প্রসঙ্গে বাঁশবেড়িয়া শহর তৃনমূলের সভাপতি প্রশান্ত দাস বলেন, “সোনার ঘনিষ্ঠ ব্যক্তিরা বহু মানুষের থেকে বেআইনি পথে টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আমার কাছেও বেশ কয়েকজন অভিযোগ করেছেন। তৃণমূলের ঝাণ্ডা নিয়ে সাধারণ মানুষের থেকে তোলা তুলবে, এটা মানা যায় না। পুলিশ আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করুক।”

অন্যদিকে এই ব্যাপারে তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, “বিষয়টি শুনেছি। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই। পুলিশকে বলেছি, তদন্ত করতে।” আর তৃণমূল নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের এই কথাতেই স্পষ্ট যে, এবার দুর্নীতিকে বিন্দুমাত্র প্রশ্রয় দিতে নারাজ ঘাসফুল শিবির। যদিও বা তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করছেন সত্যরঞ্জন শীল ওরফে সোনা শীল।

এদিন তিনি বলেন, “আমার নামে কেউ যদি টাকা তোলে, তার দায় আমি নেব না।” তবে দীর্ঘদিন নানা ঘটনায় কাঠগড়ায় দাঁড়িয়ে যাওয়া সোনা শীল এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে যে এবার কিছুটা হলেও খড়গহস্ত তৃণমূল নেতৃত্ব, তা বলাই যায়। তবে শেষপর্যন্ত নিরপেক্ষতা বজায় রেখে পুলিশ প্রশাসন সোনাবাবুর দুই ঘনিষ্ঠকে গ্রেপ্তার করলেও সোনাবাবুর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!