এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোট মিটতেই তৃণমূলে ফিরতে তৎপর উত্তরবঙ্গের প্রাক্তন মন্ত্রী, গ্রহণে আপত্তি দলের!

ভোট মিটতেই তৃণমূলে ফিরতে তৎপর উত্তরবঙ্গের প্রাক্তন মন্ত্রী, গ্রহণে আপত্তি দলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   2011 সালের পর 2016 সালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তিনি। আর তৃণমূলের টিকিটে জয়লাভ করে 2016 সালে মন্ত্রী হয়েছিলেন তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা। তবে মন্ত্রী হওয়ার পরেই তার বিরুদ্ধে একাধিক স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। যার পরিপ্রেক্ষিতে 2021 সালের বিধানসভা নির্বাচনে আর টিকিট পাননি এই তৃনমূল নেতা। আর এরপরই বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে নেন বাচ্চু হাঁসদা।

স্বাভাবিক ভাবেই তিনি কি বিজেপিতে গিয়ে টিকিট পাবেন, এই জল্পনা বাড়তে শুরু করলে শেষ পর্যন্ত সেই দলে গিয়েও খুব একটা লাভ করে উঠতে পারেননি তৃণমূলের এই প্রাক্তন নেতা। এদিকে বিজেপিতে যোগ দেওয়ার দুই দিনের পরে ভোল বদলাতে শুরু করেন তপনের প্রাক্তন তৃণমূল বিধায়ক। যেখানে আবার তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে তাকে সেই সময়ে দলের গ্রহণ করা হয়নি।

আর বর্তমানে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর শাসক দল যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে, ঠিক তখনই বিজেপিতে যাওয়া একের পর এক নেতা-নেত্রী ভোলবদল করতে শুরু করেছেন। সোনালী গুহ থেকে শুরু করে সরলা মুর্মু, অমলা আচার্য্যের মত নেতা-নেত্রীরা আবার তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছেন। আর এবার সেই তালিকায় নাম লেখালেন তৃণমূলের প্রাক্তন নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা।

বলা বাহুল্য, তৃণমূল থেকে চলে যাওয়া একের পর এক নেতা নেত্রী বর্তমানে আবার ঘাসফুল শিবিরে যোগদান করতে চেয়ে আবেদন করছেন। যদিও বা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে কাউকেই দল গ্রহণ করবে না। আর এবার সেই তালিকায় নাম লেখালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা। যাকে নিয়ে তৃণমূলের অবস্থান কী হবে, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। কেন আবার তিনি বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চাইছেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বাচ্চুবাবু বলেন, “যদি আমায় আগে যখন দলে ফিরতে চেয়েছিলাম, তখন দলে নিত, তাহলে সক্রিয়ভাবে প্রচার করতে পারতাম। আমাকে তখন দল নিলে আমি তপন, গঙ্গারামপুর এবং বালুরঘাট আসনটা জিতিয়ে দিতে পারতাম। গোপনে যেটুকু সাহায্য করেছে, তাতে অনেক ভালো ফল হয়েছে। এখন যদি দল আমায় ফিরিয়ে নেয়, তাহলে পুরোদমে কাজ করতে পারব।”

স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে তাহলে কি বাচ্চু হাসদাকে এবার তৃণমূল আবার তাদের দিকে ফিরিয়ে নেবে? কিন্তু সরলা মুর্মু, সোনালি গুহ, অমলবাবুর ক্ষেত্রে তো তৃণমূল কড়া অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে বাচ্চু হাসদাকে যদি দলে গ্রহণ করা হয়, তাহলে তো তৃণমূলের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠবে! এদিন এই প্রসঙ্গে কৌশলী জবাব দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।

এদিন তিনি বলেন, “এই বিষয়টি পুরোপুরি রাজ্য নেতৃত্বের উপর নির্ভর করছে।” অর্থাৎ বাচ্চু হাসদার বর্তমানে দলের সক্রিয় হওয়ার আবেদন বা চেষ্টা করলেও, পুরো বিষয়টি যে রাজ্য নেতৃত্বের কোর্টে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আর রাজ্য নেতৃত্বের পক্ষ থেকেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, অন্য দলে যাওয়া নেতা-নেত্রীদের কোনোভাবেই গ্রহণ করা হবে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!