এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোট মুখী বঙ্গে অতর্কিত হানা করোনার, আবার রেকর্ড মাত্রায় দৈনিক করোনা সংক্রমণ

ভোট মুখী বঙ্গে অতর্কিত হানা করোনার, আবার রেকর্ড মাত্রায় দৈনিক করোনা সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই দেশের একাধিক স্থানে আশঙ্কাজনক ভাবে বাড়ছে করোনার সংক্রমণ। যার মধ্যে সর্বাধিক দুরবস্থা মহারাষ্ট্রের। তবে, উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গকে নিয়েও। ভোট নিয়ে ব্যস্ত পশ্চিমবঙ্গে ক্রমশই বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যের মোট করোনা সংক্রমণ প্রায় ২ হাজারের কাছাকাছি পৌঁছে গেল। চলতি বছরে যা একটি রেকর্ড বলা চলে।

রাজ্যে ইতিমধ্যেই দু’দফার নির্বাচন শেষ হয়েছে, সামনেই রয়েছে তৃতীয় দফার নির্বাচন। প্রচারের কাজে ব্যস্ত একাধিক রাজনৈতিক দল। এই আবহেই রাজ্যে ক্রমশ তার থাবা বিস্তার করছে করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা সংক্রামিত হলেন ১৯৫৭ জন। গত ২৪ ঘণ্টায়
করোনাতে মৃত্যু হলো ৪ জনের। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা মুক্ত হলেন ৬৪৪ জন। দৈনিক করোনা মুক্তর হার যথেস্ট হ্রাস পেয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গতবছর কলকাতা ও দুই ২৪ পরগনাকে দিয়ে করোনা সংক্রমণ শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। কলকাতা ও উত্তর ২৪ পরগনার অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৪ জন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনাতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬২ জন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পারগনাতে করোনা আক্রান্ত হয়েছেন ১২০ জন। গত ২৪ ঘন্টায় হাওড়ায় করোনা আক্রান্ত ১৭৪ জন, গত ২৪ ঘন্টায় হুগলিতে করোনা আক্রান্ত হয়েছেন ১০৩ জন।

উত্তরবঙ্গেও করোনার হানা অব্যাহত। দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মালদায় গত ২৪ ঘণ্টায় ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। জলপাইগুড়িতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন। সম্প্রতি রাজ্যে ভোট থাকায়, লকডাউন জারি হবার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু পরিস্থিতি যেভাবে সঙ্কটজনক হতে শুরু করেছে, তাতে যে কোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!