এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোট মুখী বঙ্গে তীব্র করোনার দাপট, দৈনিক সংক্রমণে আবার রেকর্ড

ভোট মুখী বঙ্গে তীব্র করোনার দাপট, দৈনিক সংক্রমণে আবার রেকর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই দেশের নানা স্থানে তীব্র হচ্ছে করোনার দাপট। যার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। একেবারে ভোটের মুখেই তীব্র গতিতে বাড়ছে রাজ্যে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন রাজ্যের মোট ১৭৩৬ জন। চলতি বছরের করোনা সংক্রমনের যা একটি রেকর্ড বলা চলে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে মোট ৫ জনের।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন থেকে জানা যাচ্ছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যু ঘটেছে মোট ৫ জনের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৭৯ জন। রাজ্যের মধ্যে মহানগরের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৫২৮ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তর ২৪ পরগনা জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৮২ জন। এছাড়া উদ্বেগ বাড়ছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বর্ধমান, বীরভূমকে নিয়েও। সেইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সংক্রমণ বাড়ছে। নির্বাচনের কারণে বিপুল জমায়েত, স্বাস্থ্যবিধি অমান্যের কারণেই সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ১০০০০ এর গণ্ডিও ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ, বড়সড় বিপদের মুখেই দাঁড়িয়ে আছে আমাদের রাজ্য। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হচ্ছে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!