এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটমুখী বাংলাতে ভয়াবহ করোনা পরিস্থিতি, সচেতনতার অভাবে বাড়ছে আতঙ্ক!

ভোটমুখী বাংলাতে ভয়াবহ করোনা পরিস্থিতি, সচেতনতার অভাবে বাড়ছে আতঙ্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ অনেকটাই আয়ত্তের মধ্যে চলে এসেছিল করোনা ভাইরাস। কিন্তু ভোটের মরশুম শুরু হতে না হতেই ফের বাংলায় বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। নতুন বছর অর্থাৎ 2021 সাল পরার সাথে সাথেই ধীরে ধীরে নিম্নমুখী হতে শুরু করেছিল কোভিড গ্রাফ। কিন্তু বর্তমানে সেই সংখ্যাটা যেভাবে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

যার জেরে অতীতের তিক্ত স্মৃতি আবার মনে করতে শুরু করেছেন বঙ্গবাসী। জানা গেছে, গত 24 ঘন্টায় রাজ্যজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 422 জন। শনিবার এই সংখ্যা 350 এর কাছাকাছি থাকলেও, রবিবার তা 400 পেরিয়ে যাওয়ায় আতঙ্ক ক্রমশ গ্রাস করতে শুরু করেছে বাংলার মানুষের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই করোনা ভাইরাসের টিকাকরন প্রক্রিয়া চালু হয়েছে। কিন্তু একের পর এক রাজ্যে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় বাংলায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে 20 হাজার 665 টি। যার মধ্যে 6.48 শতাংশ রিপোর্ট পজেটিভ বলে খবর। তবে সারা রাজ্যের মধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতায়।

যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 1400। তাই আতঙ্ক এখন ক্রমশ বাড়তে শুরু করেছে। ভোটের প্রচার ইতিমধ্যেই নেমে গিয়েছে প্রতিটি রাজনৈতিক দল শুরু হয়েছে মিটিং মিছিল। বিন্দুমাত্র সামাজিক দূরত্বকে না মেনে জনসমাগম করে প্রচার করতে শুরু করেছেন সকলেই। তাই এই পরিস্থিতিতে করোনাভাইরাস আরো ভয়াবহ আকার ধারণ করবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, ভোট বড় বালাই। তাই এই সময়ে রাজনৈতিক নেতা-নেত্রীরা তাদের ভোট নিশ্চিত করতে মিটিং-মিছিলের দিকে সব থেকে বেশি জোর দিয়েছেন। কিন্তু মানুষের জীবন যদি সুরক্ষিত না থাকে, তাহলে কিভাবে হবে সেই ভোটপর্ব! সেটাই এখন বড় প্রশ্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত 2020 সালে করোনা ভাইরাসের তিক্ত স্মৃতি এখনও পর্যন্ত অনেকেই ভুলতে পারেননি।

কিন্তু যেভাবে আবার ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে বাংলার করোনা ভাইরাস, তাতে চিন্তা বাড়ছে জনমানসে। আবার এই ভাইরাসকে আটকানোর জন্য ভোটের নতুন করে লকডাউন হবে কিনা, সেই বিষয়টি নিয়েও চর্চা শুরু হয়েছে। সব মিলিয়ে ভোটমুখী বাংলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!