এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট মুখী কলকাতায় উদ্ধার এক কোটি, আটক সন্দেহভাজন, বাড়ছে প্রবল সংশয় ও উত্তেজনা

ভোট মুখী কলকাতায় উদ্ধার এক কোটি, আটক সন্দেহভাজন, বাড়ছে প্রবল সংশয় ও উত্তেজনা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মুখে খাস কলকাতা থেকে পুলিশ গ্রেফতার করল এক সন্দেহভাজন যুবককে, যার কাছে পাওয়া গেছে এক কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পার্ক স্টিট থানা এলাকায় হানা দিয়ে পুলিশ গ্রেপ্তার করে এই অভিযুক্তকে। কি করে তাঁর হাতে এত টাকা এল? এই টাকা নিয়ে সে কোথায় যাচ্ছিল? এই সব কিছু নিয়েই বাড়ছে সংশয়।

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অ্যাসেম্বলি অফ গড চার্চ চত্বরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ হানা দেয়। সেখানে হানা দিয়ে এক সন্দেহভাজন যুবক পুলিশের নজরে পড়ে। যার হাতে ছিল একটি ব্যাগ। সেই যুবককে পুলিশের সন্দেহ হয়। তাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তবে, তেমন কোনো সদুত্তর তার কাছে পাওয়া যায়নি। যে কারণে পুলিশ তাকে গ্রেফতার করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই যুবকের কাছে একটি টাকা ভর্তি ব্যাগ পাওয়া গেছে। যে ব্যাগে ছিল এক কোটি টাকা। জানা যাচ্ছে, এই যুবকের নাম প্রীতম পাল। তার বয়স ২৭ বছর, মহেশতলার পূর্ব পাড়ার বাসিন্দা এই সন্দেহভাজন যুবক। এই বিপুল পরিমান টাকা তার কাছে কোথা থেকে এসেছে? ভোটের আগে এই টাকা নিয়ে সে কোথায় যাচ্ছিল? এই প্রশ্ন ভাবাচ্ছে পুলিশকে।

এই ঘটনার সঙ্গে কোনো নাশকতা বা হামলার পরিকল্পনা আছে কিনা? কোনো দুর্নীতির বিষয় জড়িত আছে কিনা? এই বিষয়গুলিও ভাবাচ্ছে পুলিশকে। সন্দেহভাজন এই যুবক ধরা পড়তেই তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যাচ্ছে, এই যুবককে আজই ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। একেবারে ভোটের মুখেই এই ঘটনা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে কলকাতা জুড়ে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!