এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে রাজ্যের মন্ত্রীর দ্বারস্থ হেভিওয়েট বিজেপি নেতা

ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে রাজ্যের মন্ত্রীর দ্বারস্থ হেভিওয়েট বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোট-পরবর্তী সন্ত্রাস। বারবার বিজেপি কর্মীদের আঘাত, হেনস্থা, ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ উঠেছে। বহু বিজেপি কর্মী, সমর্থক নিজেদের প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বিজেপির শীর্ষ নেতারা দলের কর্মীদের ঘরে ফেরাতে উদ্যোগী নন বলে, অভিযোগ করেছিলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। এবার ঘরছাড়াদের ঘরে ফেরাতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দ্বারস্থ হলেন তিনি।

প্রসঙ্গত ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়া মানুষদের ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এন্টালী এলাকার ঘরছাড়া ব্যক্তিদের অবিলম্বে ঘরে ফেরানোর নির্দেশ দিয়েছে এই কমিটি। তবে, এন্টালি ছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকার বহু মানুষ ভোট পরবর্তী হিংসার কারণে ঘরছাড়া হয়েছেন। বিজেপি নেতা তথাগত রায় অভিযোগ করেছেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরাতে কোনো উদ্যোগ নিচ্ছে না। এরপর এরপর ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়া ব্যক্তিদের ঘরে ফিরিয়ে আনতে সাহায্যের আশ্বাস দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের মন্ত্রীর কাছে সাহায্যের আশ্বাস পেয়ে অত্যন্ত আনন্দিত হন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। এর জন্য তিনি ধন্যবাদ জানান চন্দ্রিমা ভট্টাচার্যকে। এরপর টুইট করে চন্দ্রিমা ভট্টাচার্যর কাছ থেকে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ইমেইল আইডি জানতে চাইলেন বিজেপি নেতা তথাগত রায়। বিজেপি নেতা তথাগত রায়ের এই টুইট পাবার পর তার পাল্টা জবাব দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

টুইট করে তথাগত রায়কে তিনি ধন্যবাদ জানালেন। সেই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে ২৪ ঘন্টা কাজ করছে রাজ্য সরকার। যত দ্রুত সম্ভব ঘরছাড়াদের বাড়িতে ফিরিয়ে আনা হবে। প্রসঙ্গত, নির্বাচনের ফলাফলের পর থেকেই রাজ্যে যেভাবে ভোট-পরবর্তী হিংসা নিয়ে বারবার বিস্ফোরক অভিযোগ উঠতে শুরু করেছে। সে দিক থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ ও প্রশংসনীয় বলে ওয়াকিবহাল মহলের দাবি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!