এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের জন্য কোটি টাকার তহবিল গড়তে উদ্যোগী দুই বিজেপি নেতা

ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের জন্য কোটি টাকার তহবিল গড়তে উদ্যোগী দুই বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফল প্রকাশের পর থেকেই রাজ্যে ক্রমাগত অশান্তি শুরু হয়েছে। বারবার বিজেপির কর্মী সমর্থকদের মারধর, ভাঙচুর, বোমাবাজি, এমনকি হত্যার অভিযোগ উঠে আসতে শুরু করেছে গেরুয়া শিবির থেকে। আর বিজেপির একাধিক কর্মীর অভিযোগ, দলের এই বিপদের দিনে দলের পাশে থাকছেন না বিজেপির নেতৃত্ব, প্রার্থীদেরও বার বার ফোন করে খোঁজ পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে দলের আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিলেন বিজেপির দুই হেভিওয়েট নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত কর্মীদের জন্য এক কোটি টাকার তহবিল করার উদ্যোগ নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের সাহায্যার্থে ১ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা। গতকাল রাত পর্যন্ত ৪৫ লক্ষ টাকা তাদের এই তহবিলে জমা হয়েছে। তবে কর্মীদের কিভাবে এই অর্থ সাহায্য দেয়া হবে? সে বিষয়ে এখনও পর্যন্ত তাঁরা কিছু জানাননি। বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির এই কার্যকলাপকে লোক দেখানো বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল।

বিজেপির এক রাজ্য নেতা জানিয়েছেন, দল নয় ব্যক্তিগত উদ্যোগেই অর্থ সংগ্রহের কাজ শুরু করেছেন বিজেপির এই দুই নেতা। আবার, রাজ্যের শাসক দল তৃণমূল বিজেপির উপর হামলার অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে বারবার। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হামলার বিষয়ে পাওয়া অধিকাংশ ভিডিও মিথ্যা। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। মানুষের রায় মেনে নিতে না পেরে ফেক ভিডিও ছড়াচ্ছে বিজেপি। বিধায়কদের তিনি এলাকায় শান্তি বজায় রাখতে বলেছেন। পুলিশকে ফেক ভিডিও ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!