এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট পেতে মানুষের বাড়ি বাড়ি 10 জন করে যুবযোদ্ধা, নতুন পরিকল্পনায় বাজিমাতের ভাবনা তৃণমূলের

ভোট পেতে মানুষের বাড়ি বাড়ি 10 জন করে যুবযোদ্ধা, নতুন পরিকল্পনায় বাজিমাতের ভাবনা তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি। তারপরই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এখন জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। নিজেদের নিজেদের মত করে বিভিন্ন বিধানসভা কেন্দ্র দখল করতে নানা পরিকল্পনা করতে দেখা যাচ্ছে তাদের। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ আসনটি দখল করতে যেন রীতিমত জান-প্রাণ লাগিয়ে দিতে শুরু করেছে তৃনমূল কংগ্রেস। দুয়ারে দুয়ারে সরকার থেকে শুরু করে বঙ্গধ্বনী যাত্রার মত কর্মসূচির মধ্য দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতে দেখা যাচ্ছে তাদের।

প্রতিটি বাড়িতে 10 জন করে যুবযোদ্ধা পাঠিয়ে সেই সমস্ত পরিবারগুলোর সুবিধা-অসুবিধা জানার চেষ্টা করছে শাসক দল। জানা গেছে, এক একজন যুব কর্মী বা যুব যোদ্ধাকে দশটি করে পরিবারের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা সেই দশটি পরিবার বেছে নিয়ে তাদের ফোন নম্বর সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে তাদের নিয়ে একটা গ্রুপ তৈরি করবেন। আর সেখানেই সেই পরিবারের যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়াবেন সেই সমস্ত যুবযোদ্ধারা। স্বভাবতই বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জে যুব যোদ্ধাদের নিয়ে টিম তৈরি করে তৃণমূল কংগ্রেসের এই ধরনের জনসংযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

শাসকদলের দাবি, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে রয়েছে। তাই দলের যুব কর্মীরা এভাবে জনসংযোগ শুরু করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে অবশ্যই এর ফল মিলবে। এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “রায়গঞ্জ আসন সহ জেলার নয়টি আসলেই আমাদের প্রার্থীদের জয়ী করা আমাদের মূল টার্গেট। রায়গঞ্জের প্রতিটি বুথে 10 জন করে কর্মীকে যুবযোদ্ধা হিসেবে কাজে লাগানো হবে। তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নেবেন। তাদের সমস্ত সুবিধা অসুবিধা দেখবেন। রায়গঞ্জ আসনে এভাবে আমরা প্রায় 2 হাজার জন যুবযোদ্ধাকে ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হলেও, তাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “আগেও আমরা দেখেছি, কেন্দ্রীয় সরকারের প্রকল্প নকল করে রাজ্য সরকার নতুন নাম দিয়ে তা চালিয়ে দিচ্ছে। একইভাবে বিজেপির পৃষ্ঠা প্রমুখ বলে যে পদ ও তার কাজকর্ম রয়েছে, তাকে নকল করে এই যুব যোদ্ধা বানিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাদের এই ধরনের চালাকিতে চিড়ে ভিজবে না।” অর্থাৎ বিজেপি তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে তাদের নকল করা কর্মসূচি বলে অভিযোগ করতে শুরু করেছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনে কোন দল কত বেশি মানুষের পাশে থেকেছে এবং মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছে, তার ওপর নির্ভর করে ব্যালটবক্সে রায়দান করবেন সাধারন মানুষ। সামনে নির্বাচন। তাই তার আগে এখন যত বেশি পরিমাণে মানুষের পাশে থাকা যায়, তার জন্য নানা কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে শাসক থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। যার অংশ হিসেবে এবার সেই সমস্ত রাজনৈতিক কর্মসূচি শুরু করে মানুষের পাশে থাকার বার্তা দিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। যা নিয়ে তৈরি হয়েছে শোরগোল। তবে তৃণমূলের এই অত্যাধুনিক কর্মসূচি ব্যালটবক্সে তাদের কতটা সাফল্য এনে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!