এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট পিছোলেও খুশি নয় বিজেপি, কারন সহ যুক্তি দিলেন দিলীপ ঘোষ!

ভোট পিছোলেও খুশি নয় বিজেপি, কারন সহ যুক্তি দিলেন দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাজ্যের চার পৌরনিগমের নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। যেখানে আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে‌। স্বাভাবিক ভাবেই এতদিন বিরোধী দল থেকে শুরু করে বিশেষজ্ঞরা সকলেই বলছিলেন যে, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। তাই এই পরিস্থিতিতে কমিশনের এই সিদ্ধান্তের পর অন্তত সকলেই তাকে স্বাগত জানাবেন, এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু কমিশন ভোট পিছিয়ে দেওয়ার কথা জানিয়ে দিলেও, তাতে খুশি নন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণ করতে বের হন দিলীপ ঘোষ। আর সেখানেই কমিশনের সিদ্ধান্ত নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “তিন সপ্তাহ নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। আমরাও বলছিলাম, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। আদালতও বলেছে। কিন্তু এটা অত্যন্ত কম সময়। 15 দিনের মধ্যে করোনা সম্পূর্ণরূপে চলে যাবে না। অন্তত এক মাস নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত।” অর্থাৎ মুখে যে যাই বলুন না কেন, দিলীপ ঘোষ যে এই দিন পিছোনো নিয়েও খুশি নন, তা পরিষ্কার হয়ে গেল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!