এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট-পরবর্তী হিংসার ঘটনা নিয়ে আরও চাপে রাজ্য, বড় নির্দেশ আদালতের!

ভোট-পরবর্তী হিংসার ঘটনা নিয়ে আরও চাপে রাজ্য, বড় নির্দেশ আদালতের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যে হিংসার ঘটনা ঘটেই চলেছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কর্ণপাত করা হয়নি। বরঞ্চ বিরোধীদের পক্ষ থেকে হিংসার ঘটনা নিয়ে সরব হলেও সরকারের পক্ষ থেকে তাকে খন্ডন করে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে বেশ কিছু মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। যার পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনকে রাজ্যের হিংসার ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল আদালত।

সেই মতো করে জাতীয় মানবাধিকার কমিশন গোটা পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা দেয় কলকাতা হাইকোর্টে। আর তারপরেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত পুলিশকে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানিয়ে দেয় আদালত। স্বাভাবিকভাবেই এর ফলে অনেকটাই ব্যাকফুটে পড়ে যায় রাজ্য সরকার। আর এরপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে ফের পুনর্বিবেচনার আবেদন জানানো হয়। কিন্তু সেই ব্যাপারে এদিনও কোনো সিদ্ধান্ত নিল না কলকাতা হাইকোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সম্প্রতি আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে আবার পুনর্বিবেচনার আবেদন জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। যার জেরে বৃহস্পতিবার এই ব্যাপারে আদালত বড় কোনো নির্দেশ দেবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু এদিনও গোটা বিষয়টি কার্যত অধরাই থেকে গেল। এদিন এই প্রসঙ্গে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, “হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পিতৃবিয়োগ হয়েছে। সেই কারণে তিনি অনুপস্থিত। তাই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজে যোগ দিলে তাঁকে বিষয়টি জানানো হবে।” সেদিক থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজে যোগ না দেওয়া পর্যন্ত রাজ্যের এই আবেদন নিয়ে যে কলকাতা হাইকোর্ট কোনোরকম পদক্ষেপ গ্রহণ করবে না, তা কার্যত পরিষ্কার। স্বাভাবিক ভাবেই আরও কিছুদিন নিজেদের পুনর্বিবেচনার আর্জি নিয়ে যে নির্দেশ আসবে, তা শোনার জন্য অপেক্ষা করতে হবে রাজ্য সরকারকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যে ক্রমাগত হিংসার ঘটনায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার। গোটা ঘটনাকে কেন্দ্র করে সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে শুরু করেছে বিরোধীরা। আর তার মাঝেই হাইকোর্ট মানবাধিকার কমিশনের রিপোর্ট পুলিশ প্রশাসনকে হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। যার ফলে চাপে পড়ে গিয়েছিল রাজ্য সরকার।

আর এরপরেই রাজ্যের পক্ষ থেকে সেই রায় পুনর্বিবেচনা করার আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি না থাকার কারণে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সেই রায় দেওয়া সম্ভব হল না। অর্থাৎ আরও কিছুদিন এই ব্যাপারে চূড়ান্ত রায় শোনার ক্ষেত্রে রাজ্যকে অপেক্ষা করতেই হবে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় রাজ্য সরকারের চাপ যে ক্রমশ ঊর্ধ্বমুখী, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!