এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলো হাইকোর্ট

বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলো হাইকোর্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যে 2021 এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল । আজ সেই মামলা দায়ের ফয়সলাতে ভোট-পরবর্তী হিংসা ঘটনার তদন্তের জন্য সিবিয়াআই কে  নির্দেশ দিলো হাইকোর্ট  ।রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে হিংসা ও অত্যাচারের তদন্তের দাবি করে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে আর সেই ঘটনাবলীর তদন্তের জন্য তদন্তভার আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলের দিল । আগামী ছয় সপ্তাহের মধ্যেই বৃহত্তর কাছে জমা দিতে হবে রিপোর্ট ।   হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন এই মামলা কোন মামুলি হিংসার ঘটনা নয় , খুন ও ধর্ষণের মতো ঘটনার অভিযোগ রয়েছে এই মামলায় তাই অভিযোগের গুরুত্ব বুঝে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন এছাড়াও বলা হয়েছে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!