এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট-পরবর্তী হিংসার জের? মালদহে গুলিবিদ্ধ হেভিওয়েট তৃণমূল নেতা!

ভোট-পরবর্তী হিংসার জের? মালদহে গুলিবিদ্ধ হেভিওয়েট তৃণমূল নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে হিংসার আবহ তৈরি হয়েছে বলে অভিযোগ করছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি। এক্ষেত্রে বারবার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে তাদের। এমনকি হাইকোর্টেও এই ব্যাপারে ধাক্কা খেতে হয়েছে রাজ্যের শাসক শিবিরকে। আর এই পরিস্থিতিতে রাজ্যের হিংসার ঘটনা নিয়ে যখন বিরোধী দল বিজেপির চাপে কিছুটা হলেও ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই মালদহের গুলিবিদ্ধ হতে দেখা গেল এক তৃণমূল নেতাকে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় মালদার ইংরেজবাজার এলাকার উল্কা কালী মন্দিরের কাছে গুলিবিদ্ধ হন নেপাল চৌধুরী নামে এক তৃণমূল নেতা। জানা যায়, সন্ধ্যা বেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। আর সেই সময় হঠাৎ করেই দুই ব্যক্তি বাইকে করে এসে তাঁকে গুলি করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। আর এরপরই তৃণমূল নেতাকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে‌। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। স্বাভাবিকভাবেই হেভিওয়েট তৃণমূল নেতাকে প্রকাশ্যে এভাবে গুলি করার ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ, নাকি ব্যক্তিগত কারণ রয়েছে, সেই রহস্য সন্ধানে তৎপর হয়ে উঠেছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, প্রকাশ্যে মালদহের মতো জায়গায় যেভাবে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা, তা নানা মহলে প্রশ্ন চিহ্ন সৃষ্টি করেছে। বিরোধী দলের নেতারা প্রতিটি জায়গায় আক্রান্ত হচ্ছেন, বিরোধী দলের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু খাস মালদহের প্রাণকেন্দ্রে যেভাবে শাসক দলের নেতা গুলিবিদ্ধ হলেন, তাতে কিছুটা হলেও চিন্তা বাড়ছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। তবে অনেকে আবার বলছেন, এর পেছনে ব্যক্তিগত কোনো কারণ রয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ভোট পরবর্তী হিংসার জেরেই কি এই তৃণমূল নেতা গুলিবিদ্ধ হলেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!