এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের টুইট, “কোনো কাজ নেই” পাল্টা মমতা!

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের টুইট, “কোনো কাজ নেই” পাল্টা মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দ্বিতীয় মা-মাটি-মানুষের সরকারের সময় থেকেই রাজ্যের বর্তমান রাজ্যপাল জাগদীপ ধনকারের সঙ্গে দ্বৈরথ তৈরি হতে শুরু করে সরকারের। আর তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ভোট-পরবর্তী হিংসা চরম আকার ধারণ করেছে রাজ্যে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরই টুইট করে এই হিংসা বন্ধ করার কথা বলেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার।এমনকি অবিলম্বে সরকারকে এই দিকে নজর দেওয়া উচিত বলেও মন্তব্য করতে দেখা গেছে তাকে।

স্বাভাবিক ভাবেই শপথ নেওয়ার সাথে সাথেই কেন এইভাবে সরকারের বিরোধীতায় নেমে পড়লেন রাজ্যপাল, তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অতীতে বারবার রাজ্যপালকে “পদ্মপাল” বলে আক্রমণ করেছেন ঘাসফুল শিবিরের নেতারা। আর তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই যেভাবে ভোট পরবর্তী হিংসা নিয়ে নাম না করে তাকে আক্রমণ করতে শুরু করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান, তাকে খুব একটা ভালো চোখে নেয়নি তৃণমূলের নেতা নেত্রীরা। তবে এবার গোটা বিষয়ে মুখ খুলতে দেখা গেল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে সরব হলেন তিনি।

সূত্রের খবর, আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপাল যেভাবে একের পর এক টুইট করেছেন, সেই ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপালের কোনো কাজ নেই। সারাদিন টুইট করেন। প্রতিক্রিয়া দেব না।”

অর্থাৎ শপথ নেওয়ার মুহূর্তে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু একদিন কাটতে না কাটতেই রাজ্যপালের টুইট নিয়ে মন্তব্য করে তাকে পাল্টা কটাক্ষ করায় সেই সম্পর্কের তিক্ততা যে আরও বেড়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, রাজ্য বনাম রাজ্যপালের তিক্ততার সম্পর্ক নতুন কিছু নয়। অতীতে বারবার রাজ্যের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব তৈরি হতে দেখা গিয়েছে। কিন্তু নতুন সরকার শপথ নেওয়ার সাথে সাথেই এই ধরনের তিক্ততার পরিস্থিতি তৈরি হবে, তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তবে রাজ্যপালের টুইট নিয়ে মন্তব্য করতে গিয়ে “কোনো কাজ নেই, প্রতিক্রিয়া দেব না”

বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করলেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব যে আরও প্রবল হয়ে উঠবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!