এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট-পরবর্তী হিংসার জের, মমতার অস্বস্তি বাড়িয়ে বড় পদক্ষেপ কমিশনের!

ভোট-পরবর্তী হিংসার জের, মমতার অস্বস্তি বাড়িয়ে বড় পদক্ষেপ কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসা তৃণমূল সরকার তাদের মন্ত্রিসভা গঠন করেছে। শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই দিকে দিকে হিংসার ঘটনা বাড়তে শুরু করেছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে বিভিন্ন জায়গায় মহিলা এবং শিশুদের রেহাই দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। যার জেরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি প্রতিনিধিদল পরিদর্শন পর্যন্ত করে দিয়েছেন।

স্বভাবতই প্রথম দিন থেকেই রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অতি সক্রিয়তাকে কেন্দ্র করে রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এবার মহিলা এবং শিশুদের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি বৃদ্ধি পেল। জানা গেছে, এবার পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার জেরে যে সমস্ত শিশুরা ঘরছাড়া হয়েছেন, তাদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করল শিশু সুরক্ষা কমিশন।

বলা বাহুল্য, ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের বেশকিছু জেলা উত্তপ্ত হতে শুরু করেছিল। যার মধ্যে অন্যতম উত্তরবঙ্গের কোচবিহার জেলা। এই জেলাতে বেশকিছু মহিলা এবং শিশুরা নির্যাতনের শিকার হয়েছেন বলে খবর। আর এবার ঘরছাড়া সেই সমস্ত শিশুদের নিরাপত্তা দিতে এবং তাদের পাশে দাঁড়াতে কোচবিহার জেলা প্রশাসনকে নির্দেশ দিল শিশু সুরক্ষা কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই এই ব্যাপারে কমিশনের পক্ষ থেকে কোচবিহার জেলার জেলাশাসককে একটি চিঠি লেখা হয়েছে। যেখানে যে সমস্ত শিশুরা ঘরছাড়া রয়েছে, তাদের পরিবারের হাতে ক্ষতিপূরণ সহ এক লক্ষ টাকা তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় জেলা প্রশাসন সহ রাজ্য প্রশাসনের অস্বস্তি যে অনেকটাই বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না।

বিশ্লেষকরা বলছেন, ইতিমধ্যেই বাংলার বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়কালে হিংসার ঘটনা নিয়ে গোটা দেশে সরব হয়েছে একাধিক বিশিষ্টজনেরা। এই ব্যাপারে রাষ্ট্রপতির কাছে অভিযোগপত্রও জমা দিয়েছেন তারা। স্বাভাবিক ভাবেই অস্বস্তি ক্রমশ বাড়ছে রাজ্য সরকারের। এমনকি বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতির দিকে, সেই ব্যাপারে প্রতিনিয়ত সোচ্চার হতে দেখা যাচ্ছে রাজ্যপাল জাগদীপ ধনকারকে। আর এবার ঘরছাড়া শিশুদের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসনকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল শিশু সুরক্ষা কমিশন।

যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একাংশ বলছেন, শিশু সুরক্ষা কমিশনের এই নির্দেশের ফলে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের আমলে ব্যবস্থা যে বেহাল, সেই বিষয়টি আরও প্রাসঙ্গিকভাবে উঠে আসতে শুরু করল। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!