এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট পরবর্তী হিংসা নিয়ে এখনো রাজ্য সরকারের অস্বস্তি জিইয়ে রইল হাইকোর্টের নির্দেশে

ভোট পরবর্তী হিংসা নিয়ে এখনো রাজ্য সরকারের অস্বস্তি জিইয়ে রইল হাইকোর্টের নির্দেশে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব গেরুয়া শিবির। একইসাথে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট পেশ করা হয়েছে হাইকোর্টে। আর তা যে যথেষ্ট অস্বস্তিজনক হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের পক্ষে, তা অনস্বীকার্য। কার্যত মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। অন্যদিকে মানবাধিকার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে আদালতে, তা পড়ার জন্য কলকাতা হাইকোর্টের কাছে আরো বেশ কিছুটা সময় চাইল এবার রাজ্য সরকার।

সূত্রের খবর, হাইকোর্টে বুধবার শুনানি ছিল রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে। আর সেখানেই কলকাতা হাইকোর্টের তরফে 31 শে জুলাই পর্যন্ত রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছে রিপোর্ট পড়া শেষ করার জন্য। আগামী 2 রা আগস্ট এর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। কার্যত এই মামলা চলছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেস বিন্দালের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চে। ভোটের ফল ঘোষণার পর মানিকতলার বিজেপি কর্মী ওভিজিৎ সরকার খুন হন। এদিন তাঁর ডিএনএ টেস্টের রিপোর্ট আদালতে জমা পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্য সরকারের আবেদন নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিজিৎ সরকারের পরিবারের আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি পাল্টা জানিয়েছেন, অতিরিক্ত সময় দিলে প্রমাণ নষ্ট হয়ে যাবে। তাই সেক্ষেত্রে রাজ্য সরকারকে অতিরিক্ত সময় দেওয়া উচিত নয়। পাশাপাশি মামলাকারী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানান, এই মামলায় সিট গঠনের প্রয়োজন রয়েছে। তবে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চের তরফ থেকে জানানো হয়, অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার জন্য রাজ্যকে 31 শে জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

মানবাধিকার কমিশনের আইনজীবী আবার এদিনের শুনানিতে জানিয়েছেন, তাঁরা রিপোর্ট জমা দেওয়ার পরে অন্তত 16 টি অভিযোগ তাঁদের কাছে জমা পড়েছে, যেখানে পুলিশের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার চাপ দেওয়া হচ্ছে। আর সেই নিয়ে তাঁরা সাপ্লিমেন্টারি রিপোর্ট জমা দিতে চান। যদিও হাইকোর্টের পক্ষ থেকে মানবাধিকার কমিশনের এই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজ্য সরকারের জন্য ভোট পরবর্তী হিংসা নিয়ে ক্রমশ অস্বস্তি বাড়ছে। আপাতত অতিরিক্ত হলফনামায় রাজ্য সরকার কোন তথ্য উল্লেখ করে, সে দিকেই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!