এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট পরবর্তী হিংসার নজির হুগলীতে, মারধরে আহত তৃণমূল নেতা, অভিযোগ বিজেপির দিকে

ভোট পরবর্তী হিংসার নজির হুগলীতে, মারধরে আহত তৃণমূল নেতা, অভিযোগ বিজেপির দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পেরোলেই পঞ্চম দফার নির্বাচন। কিন্তু এবারের নির্বাচন শুরুর দিন থেকে রাজনৈতিক হিংসাকেই মুখ্য হয়ে উঠতে দেখা গেছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ক্রমাগত উঠে আসছে হিংসার খবর। কোন কোন জায়গায় চলছে নির্বাচনের আগে ব্যাপক মাত্রায় গন্ডগোল, আবার কোথাও নির্বাচন-পরবর্তী হিংসা। যেমন, এদিন দেখা গেল হুগলি জেলার পিয়ারাপুর গ্রামে। সূত্রের খবর, হুগলি জেলার পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দীপেন মন্ডলকে ব্যাপক মারধর করা হয়েছে রাতের অন্ধকারে। জানা গেছে, দীপেন মন্ডল এতটাই গুরুতর আহত হয়েছেন যে তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত করা হয়েছে গেরুয়া শিবিরকে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। বৃহস্পতিবার রাতে নববর্ষের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল নেতা দীপেন মন্ডল। তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখন পিয়ারাপুরের কাছে আচমকাই বেশ কয়েকজন তাঁকে ঘিরে ধরে। এরপর তাঁকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, দীপেনের প্রবল চিৎকারে এলাকার লোকজন জড়ো হতেই দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়রা গুরুতর আহত তৃণমূল নেতাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুক্রবার সকালে তাঁকে হাসপাতালে দেখতে যান চাঁপদানীর তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁই। চাঁপদানীর তৃণমূল প্রার্থী অভিযোগ করেছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ব্যাপক মারধর চালিয়েছে দীপেন মন্ডলের ওপর। কারণ এবারের নির্বাচনে দলের হয়ে কাজ করে ব্যাপকভাবে নজর কেড়েছেন দীপেন। অন্যদিকে, বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেছেন, তৃণমূল যে অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে তা সম্পূর্ণ মিথ্যা।

এই মারধরের পেছনে মহিলাঘটিত কারণ রয়েছে। এলাকার লোকেরা দীপেন মন্ডলকে ঘিরে ধরে মারধর করছিলো। সে সময় স্থানীয় বিজেপি নেতৃত্ব গিয়ে তাঁকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। এই ঘটনার সূত্রে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমেছে শ্রীরামপুর থানার পুলিশ। কে বা কারা রাতের অন্ধকারে দীপেন মন্ডলকে মারধর করে পালিয়ে গেল, তা জানতে উৎসুক সবাই। তাই সবারই এখন লক্ষ্য পুলিশি তদন্তের দিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!