এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট পরবর্তী হিংসা নিয়ে আগামী দিনে কি হাইকোর্টে চাপে পড়তে চলেছে রাজ্য সরকার? তীব্র টানাপোড়েন

ভোট পরবর্তী হিংসা নিয়ে আগামী দিনে কি হাইকোর্টে চাপে পড়তে চলেছে রাজ্য সরকার? তীব্র টানাপোড়েন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আরও একবার হাইকোর্টে তীব্র অস্বস্তির মুখে রাজ্য সরকার। কার্যত আজকে মানবাধিকার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর শুনানি ছিল। বক্তব্য পেশ করেছেন সরকারপক্ষের আইনজীবী। কিন্তু তাতেও বিশেষ কিছু সুবিধা হলনা অলেই মনে করছে রাজনৈতিক মহল। কার্যত এবার হলফনামা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যে ভোট পরবর্তী হিংসায় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়। কার্যত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসামাত্রই রাজ্য সরকার পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তাঁদের বিরুদ্ধে।

তবে আজকে শুনানি হলেও রাজ্য সরকারকে আগামী 26 শে জুলাই এর মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের উচ্চতর বেঞ্চ। শুধু সরকারকেই নয়, কমিশনকেও হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে। আগামী 28 শে জুলাই পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে রাজ্যের শীর্ষ আদালত। কার্যত আজকে হাইকোর্টে কমিশনের তরফ থেকে একটি ডিভিডি জমা দেওয়া হয় যেখানে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েছে। অন্যদিকে অভিযুক্তদের নাম লেখা সহ কোন রিপোর্ট এখনো পর্যন্ত জমা পড়েনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবেদনকারীর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে এখনো হিংসার ঘটনা ঘটে চলেছে ক্রমাগত। কার্যত মৃত্যুও হচ্ছে তাতে। কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত নিস্পৃহই রয়েছে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, পুলিশ অভিযোগ না নেওয়ায় অত্যাচারিতরা মানবাধিকার কমিশনের সামনে অভিযোগ দায়ের করেন। তবে যারা অভিযোগ দায়ের করেছেন, তাঁদের বর্তমানে শাসক দলের নেতাদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে।

অন্যদিকে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, অভিযোগকারীদের কথা এবং কমিশনের কথার মধ্যে মিল থাকছেনা। পাশাপাশি তিনি রাজ্য সরকারের সুরেই কমিশনের রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন। আপাতত, হলফনামা পেশ করার পর পরবর্তী শুনানি হবে আঠাশে জুলাই। কার্যত আগামী দিনে হাইকোর্ট কি নির্দেশ দেন সেদিকেই এখন কড়া নজর রয়েছে ওয়াকিবহাল মহলের। কার্যত রায় কোনদিকে যায় তাই নিয়েই চলছে টানাপোড়েন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!