এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট পরবর্তী হিংসা নিয়ে একের পর এক চাপের মুখে রাজ্য তৃণমূল সরকার, অস্বস্তি তুঙ্গে

ভোট পরবর্তী হিংসা নিয়ে একের পর এক চাপের মুখে রাজ্য তৃণমূল সরকার, অস্বস্তি তুঙ্গে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বরাবরই সরব গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে। এমনকি রাজ্যপাল জগদীপ ধনকরের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে রাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক হিংসা নিয়ে মুখর হয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এখনো পর্যন্ত সেই বিতর্ক চলছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানায় রেখে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ ইন্দুবালা গোস্বামী। তাঁর অভিযোগ, বর্তমান রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকার খর্ব করেছে।

সেক্ষেত্রে তিনি রাজনৈতিক হিংসার দিকেই ইঙ্গিত করেছেন বলে ধরে নেওয়া হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকারকে ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা নিয়ে ব্যাপক ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একের পর এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন রাজ্যকে। যার মধ্যে অন্যতম হলো রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে ভোট-পরবর্তী হিংসার প্রতিটি ঘটনা যেন নথিভুক্ত করা হয় এবং সাক্ষীদের বয়ান গ্রহণ করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে মুখ্যসচিব এইচকে দ্বিবেদীকেও ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত নথি তৈরীর কথা বলা হয়েছে। এছাড়াও বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃতদেহের দ্বিতীয় বার ময়নাতদন্তের কথা বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জাতীয় মানবাধিকার কমিশনকে রাজ্যের ভোট পরবর্তী হিংসা সম্পর্কিত অভিযোগগুলি খতিয়ে দেখার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও হাইকোর্টের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রাজ্য সরকার তাদের সেভাবে সাহায্য করেনি। একইসাথে যাদবপুরে তদন্ত করতে গিয়ে মানবাধিকার কমিশনের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়।

তাই নিয়েও হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে। সব মিলিয়ে বলা যায় ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার কার্যত চাপের মুখে পড়েছে রাজ্য সরকার। যদিও সরকারের দাবি, ভোট-পরবর্তী চার-পাঁচদিন রাজনৈতিক হিংসার ঘটনা সামনে এসেছে এবং তখন রাজ্যের শাসনভার ছিল নির্বাচন কমিশনের হাতে। দায় এড়িয়ে গেলেও রাজ্য সরকারকে কিন্তু কোনমতেই ছাড়তে নারাজ কলকাতা হাইকোর্ট। আপাতত পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে কিনা সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!