এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোট-পরবর্তী হিংসা রুখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল, পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মমতা!

ভোট-পরবর্তী হিংসা রুখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল, পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যে হিংসার ঘটনা বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বারবার এই ব্যাপারে রাজ্য প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে। দুবার চিঠি দেওয়া হলেও রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রকে কোনো রিপোর্ট না দেওয়ায় এবার সরাসরি রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিভিন্ন জায়গা পরিদর্শনের পাশাপাশি রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে তারা।

আর এই পরিস্থিতিতে নতুন সরকার শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রের এই ধরনের অতি সক্রিয়তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের এইভাবে রাজ্যে আসা নিয়ে কার্যত কটাক্ষ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই সাংবাদিকদের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসা নিয়ে একটি প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারেই বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অক্সিজেন, ভ্যাকসিন নেই। তখন কেন কেন্দ্রীয় দল আসে না? দিল্লির দাঙ্গার পর কেন কেন্দ্রীয় দল আসে না?” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বাংলার মানুষের যখন বিভিন্ন ইস্যুতে অভাব রয়েছে, তখন কেন কেন্দ্রীয় সেই ব্যাপারে হস্তক্ষেপ করে না?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন শুধুমাত্র বাংলায় হিংসার ঘটনা ঘটার সাথে সাথেই অতি সক্রিয়তা অবলম্বন করছে কেন্দ্রীয় প্রতিনিধি দল? অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে তৃতীয় বার ক্ষমতায় আসার সাথে সাথেই বাংলার তৃণমূল সরকারের প্রতি বিমাতৃসুলভ আচরণ করতেই এই প্রতিনিধি দল পাঠিয়েছে, তা নিজের এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল যখন রাজ্যে এই হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে পা রেখেছে, ঠিক তখন থেকেই আশঙ্কা করা হয়েছিল, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হতে পারে। আর যেমন ভাবা ঠিক তেমন কাজ। বুধবার মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এখনও পর্যন্ত মন্ত্রিগোষ্ঠী তৈরি হয়নি। কিন্তু তার মাঝেই ফলাফল প্রকাশের পর হিংসার ঘটনা বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে গোটা বিষয়টি যে প্রশাসনিক প্রধান হিসেবে তিনি খুব একটা ভালো চোখে নিচ্ছেন না, তা এই মন্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গেল।

সব মিলিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্র বনাম রাজ্যের সম্পর্কের তিক্ততা আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!