এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় পদক্ষেপ, ফের আদালতে রাজ্য!

ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় পদক্ষেপ, ফের আদালতে রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই রাজ্যজুড়ে হিংসার আবহ তৈরি হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে ক্রমাগত এই অভিযোগ করা হয়েছে। এমনকি এই ব্যাপারে রাজ্যের আইনশৃংখলার দিকে প্রশ্ন তুলে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে দেখা গেছে রাজ্যের সাংবিধানিক প্রধান জাগদীপ ধনকারকে। যার ফলে সরকারের অস্বস্তি ক্রমশ বেড়েছে। যদিও বা শাসক দলের পক্ষ থেকে সেই অভিযোগ স্বীকার করা হয়নি।

তবে সম্প্রতি একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের কড়া সমালোচনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। যেখানে মানবাধিকার কমিশন রাজ্যে হিংসার খবর পেয়ে যদি কোনো জায়গা পরিদর্শনে যায়, তাহলে রাজ্যকে সম্পূর্ণরূপে সহযোগিতা করতে হবে বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।

স্বভাবতই হাইকোর্টের শুনানি থেকে এই দিকটি উঠে আসায় রীতিমত চাপে পড়ে যায় রাজ্য প্রশাসন। আর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। অর্থ্যাৎ হাইকোর্টের শুনানিতে রাজ্য সরকারকে কড়া বার্তা দেওয়ার পরেই যে পাল্টা উদ্যোগী হয়ে নিজেদের ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামল রাজ্য সরকার, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের ফলাফলপ্রকাশের পর থেকেই রাজ্যে হিংসার ঘটনা নজর কেড়েছিল সকলের। যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা। আর সেখানেই রাজ্যের কড়া সমালোচনা করে কলকাতা হাইকোর্ট। জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য পরিদর্শনে আসলে কেন তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দেন বিচারপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই ব্যাপারে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে‌। তবে হাইকোর্টের এই রায়ে অনেকটাই চাপে পড়ে যায় রাজ্য। আর এবার সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য সরকার। জানা গেছে, রাজ্য সরকারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী সোমবার পাঁচ বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে।

পর্যবেক্ষকদের মতে, বর্তমান বিরোধী দল বিজেপির কাছে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছিল ফলাফল পরবর্তী হিংসা। যে ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্রের দ্বারস্থ হতে দেখা দিয়েছে রাজ্য বিজেপিকে। এমনকি সম্প্রতি দিল্লি সফর করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এমনকি আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি। আর এর মাঝেই হাইকোর্টের কড়া ভর্ৎসনার পর পদক্ষেপ গ্রহণ করল রাজ্য। যেখানে ড্যামেজ কন্ট্রোল করতে রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে দেখা গেল রাজ্য সরকারকে।

আর এর পরিপ্রেক্ষিতেই আগামী সোমবার বিচারপতিদের বেঞ্চ আবার ভোটের ফলাফল পরবর্তী হিংসার ঘটনা পর্যবেক্ষণ করবে। আর রাজ্যের সেই আবেদনকে মান্যতা দিয়ে আগামী সোমবার হাইকোর্টের শুনানিতে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!