এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ভোট প্রচারে গিয়ে জোরদার লড়াইয়ের ডাক বাম হেভিওয়েট নেতার, কড়া ভাষায় আক্রমণ বিজেমূলকে

ভোট প্রচারে গিয়ে জোরদার লড়াইয়ের ডাক বাম হেভিওয়েট নেতার, কড়া ভাষায় আক্রমণ বিজেমূলকে


cpmপ্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল, বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে লড়াইয়ের ময়দানে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাম-কংগ্রেস জোট। তাঁদের সঙ্গে হাত মিলিয়েছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ভোটের দামামা বেজে ওঠার সাথে সাথেই ক্রমশ জোটের আওয়াজও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী 28 শে ফেব্রুয়ারি বামেদের তরফ থেকে বা বলা ভাল জোটের তরফ থেকে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আর এই সমাবেশে হাজির থাকার জন্য সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র উদাত্ত আহ্বান জানালেন সবার কাছে।

এদিন আত্মপ্রত্যয় সহযোগে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়ে দিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কিংবা বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে কিন্তু বাংলায় তৈরি হবে জোট সরকার। রবিবার বাম রাজ্য সম্পাদক পূর্ব বর্ধমানের জামালপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। আর সেখান থেকেই সূর্যকান্ত মিশ্র পুরনো সিপিএম কর্মীদের দলের সক্রিয় হবার ডাক দিলেন। এদিন জামালপুরের সভা থেকে সূর্যকান্ত মিশ্র তৃণমূল এবং বিজেপি উভয়কে চড়া সুরে আক্রমণ করেছেন। পাশাপাশি তিনি রামকে ভুলে বামেদের এগিয়ে নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। অন্যদিকে তৃণমূলের অত্যাচার থেকে মুক্তির পথ পেতেও জোটের দিকে যাতে সবাই আসে, সেই কথাও বলেছেন সূর্যকান্ত মিশ্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যান্য বিজেপিশাসিত রাজ্যগুলির দুর্দশার কথাও তিনি এই সূত্রে উল্লেখ করেছেন। প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস এবং আইএসএফকে জোট গড়ে ময়দানে নামছে। তবে সূত্রের খবর, জোট চূড়ান্ত হলেও এখনো পর্যন্ত আসন বন্টন নিয়ে জটিলতা চলছে জোটের অন্দরে। অন্যদিকে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে আসাদউদ্দিন ওয়েইসির দল মিমের সঙ্গে জোটের খবরও উঠে আসছে জল্পনায়। তবে সূর্যকান্ত মিশ্র এদিন মিমের সঙ্গে আব্বাসের দলের জোট গড়ার কথা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন এবং এই রটনা যে ইচ্ছাকৃতভাবে তৃণমূল ও বিজেপি রটাচ্ছে, সে কথাও বলেন।  এদিন সূর্যকান্ত মিশ্র মিমকে বিজেপির বি টিম বলে উল্লেখ করেছেন এবং মিম যে অন্যতম সাম্প্রদায়িক শক্তি সে কথাও বলেন তিনি।

সূর্যকান্ত মিশ্র এদিন সংখ্যালঘু, আদিবাসী, তপশিলি, ওবিসি এবং উচ্চশ্রেণীর গরিব মানুষদের জন্যই যে জোট তৈরি হয়েছে সে কথা পরিষ্কার করেন। অন্যদিকে বিক্ষুব্ধ সমর্থকদের উদ্দেশে সিপিএম রাজ্য সম্পাদক এগিয়ে আসার আহ্বান জানান। সব মিলিয়ে ভোটের দামামা বেজে উঠতেই এবার ধীরে ধীরে ময়দানে অগ্রসর হচ্ছে বাম-কংগ্রেস-আইএসএফকে জোট। তবে যেহেতু আসন বন্টন নিয়ে এখনও জটিলতা রয়ে গেছে জোট শিবিরে, তাই জোটের সফলতা নিয়ে এখনো সন্দেহ প্রকাশ করছেন রাজনৈতিক মহলের অনেকেই। কিন্তু বিজেপি এবং তৃণমূলকে ঠেকাতে এবারের নির্বাচনে জোট যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে, সে ব্যাপারে একমত সবাই।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!