এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট প্রচারে বিজেপির জন্য হেলিকপ্টার, কটাক্ষ বিরোধীদের!

ভোট প্রচারে বিজেপির জন্য হেলিকপ্টার, কটাক্ষ বিরোধীদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে অমিত শাহের সভা থেকে যোগদান করতে চেয়েছিলেন। কিন্তু অমিত শাহ সেই সভা বাতিল করার পর হঠাৎ করেই তিনি রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতারা যাতে দ্রুত বিজেপিতে যোগদান করেন, তার জন্য চাটার্ড প্লেন পাঠিয়ে দেন বাংলায়। যা নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। পরিযায়ী শ্রমিকদের জন্য বিজেপি পদক্ষেপ না নিলেও, নিজেদের দল ভারী করার জন্য নেতাদের নিয়ে যেতে চাটার্ড প্লেন পাঠিয়ে দিয়েছে বলে কটাক্ষ করতে শুরু করে তৃণমূল কংগ্রেস।

আর এবার নির্বাচনের আগে নিজেদের প্রচারের সুবিধার জন্য দিল্লি থেকে বিজেপির জন্য আসতে চলেছে তিনটি হেলিকপ্টার। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনা নিয়ে এখন রীতিমত গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। জানা গেছে, আগামী দুই দিনের মধ্যেই এই তিনটি হেলিকপ্টার বাংলায় এসে পৌছবে। যার মধ্যে একটি নির্দিষ্ট থাকবে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের জন্য। স্বাভাবিক ভাবেই বিজেপির এবারের বাংলা দখলে স্ট্র্যাটেজিতে এই তিনটি হেলিকপ্টার যে অন্যতম অঙ্গ, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রচারের কাজে বিজেপি নেতা নেত্রীদের ছোটাছুটি করতে হচ্ছে। হাইপ্রোফাইল নেতাদের আগমনে শেষ সম্বল হচ্ছে গাড়ি। তাই এই পরিস্থিতিতে হেলিকপ্টার দিয়ে যাতে দ্রুত প্রচার করানো যায়, তার জন্যই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।তবে বিজেপির জন্য এই তিনটি হেলিকপ্টার আসায় এখন রীতিমত সরব বিরোধীরা। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি বড়লোকদের পার্টি। তাই নির্বাচনের আগে হেলিকপ্টার এনে মানুষের মন জয় করার চেষ্টা করছেন তারা। কিন্তু মাটির সাথে কোনো যোগাযোগ নেই বিজেপি নেতাদের। তাই তারা কোনোভাবেই বাংলা দখল করতে পারবে না।

তবে একাংশ আবার বলছেন, ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কেও হেলিকপ্টার ব্যবহার করতে হয়। আর এবার বিজেপির কাছে যখন বাংলা পাখির চোখ হয়ে দাড়িয়েছে, তখন প্রচারের কাজেও যাতে কোনো খামতি না থাকে, তার জন্য বিজেপির পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হল। তাই এতে সমালোচনার কিছু নেই বলেই মনে করছেন বিজেপি ঘনিষ্ঠ মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!