এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট প্রচারে শুভেন্দুর গলায় ‘পাকিস্তান’ প্রসঙ্গ, জল্পনা তুঙ্গে!

ভোট প্রচারে শুভেন্দুর গলায় ‘পাকিস্তান’ প্রসঙ্গ, জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশপ্রেমের ধ্বজা দেখিয়ে বিজেপি বারবার ভোটে জয়লাভ করে বলে দাবি বিরোধীদের। এক্ষেত্রে গত লোকসভা ভোটের সময় এই জাতীয়তাবাদ ইস্যুতে সুড়সুড়ি দিয়ে গেরুয়া শিবির তৃতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় এসেছে বলে অভিযোগ একাংশের। সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনে সব থেকে বেশি হাইভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে নন্দীগ্রাম।

যেখানে একদিকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট শুভেন্দু অধিকারী। স্বাভাবিক ভাবেই দুই হেভিওয়েটের লড়াইয়ে কার্যত জমে উঠেছে নন্দীগ্রাম। আর এই পরিস্থিতিতে বাংলার নির্বাচনে সেই নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী টেনে আনলেন পাকিস্তানের প্রসঙ্গ। যাকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

বস্তুত, সোমবার পূর্ব মেদিনীপুরে প্রচার করার সময় হঠাৎ করেই পাকিস্তানের প্রসঙ্গ টেনে এনে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এখানে মিনি পাকিস্তান তৈরি হয়েছে। যারা পাকিস্তান জিতলে বোমা ফাটায়, আপনারা কি চাইবেন পাকিস্তান জিতুক, নাকি ভূমিপুত্র ! ”

অর্থাৎ শুভেন্দু অধিকারী এই কথা বলে এতদিন বিজেপি নেতারা যেভাবে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান করা হয়েছে বলে অভিযোগ করতেন, সেই অভিযোগেই শীলমোহর দেওয়ার চেষ্টা করলেন। এক্ষেত্রে নিজের জয়লাভ নিশ্চিত করতে তৃণমূলের বিরুদ্ধে বাংলাকে পাকিস্তান তৈরি করার ভয়াবহ অভিযোগ তুলে জাতীয়তাবোধকে জাগিয়ে তোলার চেষ্টা করলেন হেভিওয়েট এই বিজেপি নেতা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, এর আগে লোকসভা নির্বাচনের সময়ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে জাতীয়তাবোধের কথা তুলে ধরে বিরোধীদের কটাক্ষ করেছেন। তবে এমনিতেই নানা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি।

আর এবার সেই অভিযোগ তুলে ধরেই নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলে দেওয়ার কৌশল নিলেন শুভেন্দু অধিকারী। যেখানে হাতিয়ার হিসেবে পাকিস্তানের কথা তুলে ধরে প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। যদিও বা শুভেন্দু অধিকারী এই কথা বললেও, তাকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

তাদের দাবি, বিজেপি নেতাদের পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনার ঘটনা নতুন নয়। ভোটের সময় ওরা এই কথা বলে জনতার সমর্থন পেতে চায়। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!