এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোট রঙ্গে ব্যস্ত বঙ্গে অতর্কিতে হানা করোনার, আশঙ্কাজনক ভাবে বাড়ছে সংক্রমণ

ভোট রঙ্গে ব্যস্ত বঙ্গে অতর্কিতে হানা করোনার, আশঙ্কাজনক ভাবে বাড়ছে সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের চতুর্থ দফা সমাপ্ত হয়েছে, এখনো বাকি আরো চার দফা নির্বাচন। এই পরিস্থিতিতে রাজ্যে করোনা সংক্রমণ ভয়াল রূপ ধারণ করেছে। সংক্রমণ প্রতিদিন বাড়ছে, প্রতিদিন ভাঙছে রেকর্ড। গত ২৪ ঘন্টায় রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪৪০০ এর কাছাকাছি পৌঁছে গেল। গত ২৪ ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা জেলাতেই ১ হাজারের গণ্ডি অতিক্রম করে গেল করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যের মোট ১০ জনের মৃত্যু ঘটলো করোনায়।

রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যু ঘটেছে মোট ১০ জন মানুষের। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ১০ জনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন যেভাবে বাড়ছে, তা উদ্বেগে ফেলে দিয়েছে স্বাস্থ্য দপ্তর, প্রশাসনকে। ৪ দফা ভোট গ্রহণ এখনো বাকি রয়েছে। ফলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে, আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের কারণে অবাধে মিটিং,মিছিল, জনসমাগম, রোডশো এছাড়া রাজ্যবাসীর একাংশের স্বাস্থ্যবিধি মেনে চলার অনীহা, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার প্রায় ছেড়ে দেওয়া ইত্যাদি কারণ থেকে সংক্রমণ আরো তীব্র আকার ধারণ করেছে। নির্বাচনের পর পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছায়? তা নিয়ে আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!