এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ভোট শেষ হতে না হতেই একেবারে বোমার কারখানার হদিশ, তদন্তে পুলিশ

ভোট শেষ হতে না হতেই একেবারে বোমার কারখানার হদিশ, তদন্তে পুলিশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে পালাবদল না প্রত্যাবর্তন এটাই এখন একমাত্র প্রশ্ন রাজ্যের মানুষের মনে। রাজ্য জুড়ে চলছিল বিধানসভা নির্বাচন। এবারের বিধানসভা নির্বাচন অষ্টম দফায় শেষ হলো আজ। পুরো নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে ছিল টানটান উত্তেজনা। নির্বাচন ঘিরে বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে রাজনৈতিক সংঘর্ষ, হত্যার ঘটনা। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরেও পরিস্থিতির কিন্তু বিশেষ বদল হয়নি। রাজ্যে রবিবার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আর তার আগে দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা।

সূত্রের খবর, বারুইপুর পুলিশের পক্ষ থেকে ভাঙড় বিধানসভায় কাশিপুর থানা এলাকায় তল্লাশি চালিয়ে একটি বোমা বানানোর কারখানার খোঁজ পাওয়া যায়। সেখানেই তল্লাশি চালিয়ে প্রচুর বোমা এবং বোমা বানানোর যাবতীয় সরঞ্জাম উদ্ধার করে পুলিশ বলে খবর। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ভাঙড় কাশিপুর থানা এলাকা থেকে দফায় দফায় প্রচুর বোমা উদ্ধার হয়েছে। গত কয়েকদিনে শানপুকুর অঞ্চলের কাঁটজালা গ্রামের খালপাড়ের একটি ঘর থেকেও বোমা ও প্রচুর পরিমাণে বোমার মসলা উদ্ধার হয়। ভগবানপুর থেকে 22 টি তাজা বোমা উদ্ধার হয়েছে। এছাড়াও ভোগালী গ্রামের একটি বাঁশবাগান থেকে নটি তাজা বোমা উদ্ধার করা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রত্যেকটি বোমাই নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। খুব স্বাভাবিকভাবেই এই ব্যাপক বোমা উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভাঙড়ের কাঁটজালা গ্রামে বহিরাগত দুষ্কৃতীরা এসে বোমা বাঁধার কাজ করছিল। বাগজোলা খাল পাড়ের একটি পরিত্যক্ত ঘরে বোমা বাঁধা হচ্ছিল বলে পুলিশের কাছে খবর যায়। পুলিশ তৎক্ষণাৎ এসে ওই পরিতক্ত ঘরটি ভেঙে দেয় এবং বিশাল বোমা উদ্ধার করে। অন্যদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে।

তৃণমূলের দাবি, আগামী রবিবার ফল প্রকাশের পর এলাকায় যাতে উত্তেজনা ছড়ায় তাই আইএসএফ বোমা মজুদ করেছে। নির্বাচনের আগেও ভাঙড় থেকে বিশাল বোমা উদ্ধার হয়েছে বলে জানা যায়। অন্যদিকে আইএসএফের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিযোগ, পাল্টা অভিযোগে তেতে রয়েছে রাজনৈতিক মহল। অন্যদিকে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বোমার কারখানা তৈরির পেছনে কে বা কারা রয়েছে, তা জানতে পুলিশ মরিয়া। আপাতত বাকিদের নজর, পুলিশি তদন্তে কার নাম উঠে আসে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!