এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট শুরু হতেই উত্তপ্ত নন্দীগ্রাম, বাইক বাহিনী নিয়ে অভিযোগ বিজেপির!

ভোট শুরু হতেই উত্তপ্ত নন্দীগ্রাম, বাইক বাহিনী নিয়ে অভিযোগ বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এমনিতেই নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। অশান্তি যাতে না হয়, তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে 144 ধারা জারি পর্যন্ত করা হয়েছে। কিন্তু বাংলার নির্বাচনে ট্র্যাডিশন বিক্ষিপ্ত অশান্তি। তাই নন্দীগ্রামের মত হাইপ্রোফাইল কেন্দ্রের বিক্ষিপ্ত অশান্তির খবর আসবে না, এমনটা হয় না। অবশেষে আশঙ্কাকে সত্যি করে বেলা বাড়তে না বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করল। এবার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে বাইক বাহিনীর দাপটে বিরুদ্ধে অভিযোগ জানাল ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালে নির্বাচন শুরু হতে না হতেই বিভিন্ন জায়গায় বাইক বাহিনীর দাপটে চলছে বলে অভিযোগ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। তাদের দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা সত্বেও তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্বাভাবিক ভাবেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করায় এখন রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হিসেবে জনসভার মধ্যে দিয়ে বহিরাগতদের আনছে বিজেপি বলে অভিযোগ করেছিলেন। আর এবার ভোটের দিন সকাল সকাল তৃণমূলের বাইক বাহিনীর দাপটে শুরু হয়েছে বলে অভিযোগ করতে শুরু করল গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, 144 ধারা জারি হোক বা অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা, এত কিছু করেও অভিযোগ কিন্তু থামছে না নন্দীগ্রামকে নিয়ে। জমি আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই নন্দীগ্রামে এতদিন তৃণমূলের আধিপত্য ছিল। কিন্তু এখানকার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী বিজেপির টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আসর মাতিয়ে দিয়েছেন। অনেকে বলছেন, আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফল যা হবে, তার ওপর নির্ভর করবে রাজ্যের ক্ষমতা দখল করছে।

সারা রাজ্যের নির্ণয় কেন্দ্র হিসেবে পরিচিত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নির্বাচন শুরু হওয়ার সাথে সাথেই বাইক বাহিনীর দাপটে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করল ভারতীয় জনতা পার্টি। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে বিজেপির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!