এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট শুরু হতেই জয়ের বার্তা তৃণমূলের তারকা প্রার্থীর, বেঁধে দিলেন লিডের পরিমাণ!

ভোট শুরু হতেই জয়ের বার্তা তৃণমূলের তারকা প্রার্থীর, বেঁধে দিলেন লিডের পরিমাণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চিত্র পরিচালক হিসেবে তার বেশ সুখ্যাতি রয়েছে। কিন্তু এবার তাকে রাজনীতির ময়দানে নামিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের টিকিটে লড়াই করছেন রাজ চক্রবর্তী। তবে শাসকদলের টিকিটে লড়াই করলেও, যেহেতু বিজেপির শক্ত ঘাঁটি এই ব্যারাকপুর, সেহেতু এই কেন্দ্রে জয়লাভ করা কতটা সহজ হবে রাজ চক্রবর্তীর পক্ষে, তা নিয়ে শুরু হয়েছিল চর্চা।

আজ বৃহস্পতিবার ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আর ভোট শুরু হতে না হতেই তার জয় নিশ্চিত বলে দাবি করেন হেভিওয়েট তৃণমূল প্রার্থী। যেখানে 30 থেকে 35 হাজার ভোটে লিড নিয়ে তিনি জয়লাভ করবেন বলেও দাবি করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, আজ সকাল সকাল নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করতে বেরিয়ে পড়েন তৃণমূলের এই তারকা প্রার্থী। আর সেখানেই জয়ের ব্যাপারে কার্যত আত্মপ্রত্যয়ী মন্তব্য করতে দেখা যায় তাকে। রাজ চক্রবর্তী বলেন, “100% আশাবাদী। আমি আমার মত করে চেষ্টা করেছি। পার্টি কর্মীরা অনেক খেটেছেন। মানুষের ভালোবাসা রয়েছে। আমার বিশ্বাস, দিনের শেষে আমরা হাসব। আজকের সিনেমা হিট করে গিয়েছে। 30 থেকে 35 হাজার ভোটে লিড নিয়ে জিতব।”

অর্থাৎ ভাগ্য নির্ধারণের দিনেই কার্যত আত্মপ্রত্যয়ী দেখা গেল তৃণমূল প্রার্থীকে। এক্ষেত্রে সকাল-সকাল ভোটপর্ব শুরু হতে না হতেই নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তার জয়লাভ কার্যত নিশ্চিত। কিন্তু অভিজ্ঞ রাজনৈতিক নেতা-নেত্রীরা যখন নিশ্চিত করে তাদের বিষয়ে কিছু বলতে পারছেন না, তখন রাজ চক্রবর্তী রাজনীতির ময়দানে নামতেই যেভাবে আত্মপ্রত্যয়ী হলেন, এখন তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

অনেকে বলছেন, ভোটগ্রহণ পর্বের সকালে এই কথা বলে রাজ চক্রবর্তী দলীয় কর্মী থেকে শুরু করে সমর্থকদের উজ্জীবিত রাখার চেষ্টা করলেন। আর সেই কারণেই তার জয়লাভ একপ্রকার নিশ্চিত বলে বিজেপির গড়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা গেল তাকে। তবে তৃণমূলের তারকা প্রার্থী যে কথাই বলুন না কেন, লড়াই যে খুব একটা সহজ নয়, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, দিনের শেষে ভোটগ্রহণপর্ব সম্পন্ন হওয়ার পর রাজ চক্রবর্তীর এই আত্মপ্রত্যয় থাকে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!