এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট শুরু হতেই উত্তেজনা, অবস্থানে হেভিওয়েট বিজেপি প্রার্থী!

ভোট শুরু হতেই উত্তেজনা, অবস্থানে হেভিওয়েট বিজেপি প্রার্থী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন শুরু হতে না হতেই এবার ব্যাপক অশান্তির ঘটনা সামনে আসতে শুরু করল। নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে এমনিতেই শাসক-বিরোধী অভিযোগ, পাল্টা অভিযোগ চলছিল। আর তার মাঝেই বৃহস্পতিবার ষষ্ঠ দফার নির্বাচনে গ্রামবাসীরা ভোট দিতে পারছেন না, এই অভিযোগ তুলে রীতিমত অবস্থান বিক্ষোভে বসে পড়লেন বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

বলা বাহুল্য, ভোটের আগে থেকে এমনিতেই গলসির বিভিন্ন এলাকাতে অশান্তি তৈরি হতে শুরু করে। বোমা বিস্ফোরণ থেকে শুরু করে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস। এদিন তিনি বলেন, “গতকাল রাতে শাসক দলের লোকেরা বেশ কয়েকজন বিজেপির পোলিং এজেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে যেভাবে সাধারণ মানুষকে ভোট না দেওয়ার অভিযোগ তুলে কার্যত অবস্থান বিক্ষোভে বসে পড়লেন বিজেপি প্রার্থী, তাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শাসকদলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। একাংশের মতে, নির্বাচনের মধ্যে প্রার্থীর এভাবে অবস্থান বিক্ষোভে বসে পড়া কার্যত নজিরবিহীন। এমনিতেই তৃণমূলের বিরুদ্ধে বারবার সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি।

নির্বাচনের সময় যাতে তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া না হয়, তার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের কাছেও এই গোটা বিষয়টি তুলে ধরেছে গেরুয়া শিবির। কিন্তু তার পরেও যেভাবে ষষ্ঠ দফার নির্বাচনে অশান্তির ঘটনা সামনে আসতে শুরু করল গোলসি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে, তাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখন বিজেপি প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!