এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট স্থগিত নিয়ে কমিশনকে নির্দেশ দিতেই, রাজ্যকে কাঠগড়ায় তুলে বোমা ফাটালেন দাপুটে বামপন্থী নেতা

ভোট স্থগিত নিয়ে কমিশনকে নির্দেশ দিতেই, রাজ্যকে কাঠগড়ায় তুলে বোমা ফাটালেন দাপুটে বামপন্থী নেতা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি, রাজ্যের করোনা পরিস্থিতি যেভাবে আতঙ্ক, উদ্বেগ বাড়াচ্ছে, সেই অবস্থায় রাজ্যের পুরভোট স্থগিত রাখার জন্য মামলা চলছে হাইকোর্টে। আজ এই মামলার শুনানিতে উপনির্বাচন চার থেকে ছ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে আদালত। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন পিছিয়ে দেয়া যাবে কিনা? সে বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। যার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আদালত। আদালতের এই নির্দেশের পর এ বিষয়ে বিশেষ বক্তব্য রাখলেন বামপন্থী নেতা সুজন চক্রবর্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে সুজন চক্রবর্তী জানালেন, বারোটা যা বাজার তা বেজে গেছে, যেমন গঙ্গাসাগর মেলা যতই অর্ডার হোক না কেন, বারোটা যা বাজার বেজে গেছে। নির্বাচনের প্রচার প্রক্রিয়া প্রায় শেষ। এখন আর মাত্র দু-তিন দিন বাকি আছে প্রচারের। পুর ভোট নিয়ে ১৫- ২০ দিনের প্রচার চললো, চলল হই-হই। সংক্রমণ যা হবার তা হয়েই গেছে।

এরপর সরকারকে একহাত নিয়ে তিনি জানান, রাজ্য সরকার চায় ভোট না হোক, ভোট লুঠ হোক। আর নির্বাচন কমিশন সরকারের পক্ষে দাঁড়িয়ে গেল। আগেই সিদ্ধান্ত নেয়া উচিৎ ছিল রাজ্য সরকারের। মানুষের বিপদ ঘটাতে চায় সরকার, কিন্তু মানুষ বিপদের মধ্যে পড়তে চায় না। তবু, মানুষকে বিপদে ফেলা দেওয়া হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!