এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোট শুরু হতে না হতেই অশান্তি বঙ্গে, বিক্ষোভে ভোটকর্মীরা!

ভোট শুরু হতে না হতেই অশান্তি বঙ্গে, বিক্ষোভে ভোটকর্মীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দামামা এখনও বাজেনি। কিন্তু তার আগেই অশান্তি শুরু হয়ে গেল বাংলায়। এবার নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে টিফিন না দেওয়ার কারণে প্রশিক্ষণ নিতে এসে রীতিমত বিক্ষোভ দেখাতে শুরু করলেন ভোট কর্মীরা। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলায়। কমিশনের নির্দেশ উপেক্ষা করে কেন ভোট কর্মীদের টিফিন দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একাংশের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। আর সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীরা। তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশনামা এসেছে, সেখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, ভোট কর্মীদের টিফিনের জন্য 170 টাকা বরাদ্দ করা হবে। কিন্তু কোচবিহার জেলাতে এই প্রশিক্ষণ শিবিরে দুধ চা ছাড়া আর কিছুই দেওয়া হচ্ছে না। স্বাভাবিক ভাবেই এই ঘটনার কথা তুলে ধরে এদিন রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রশিক্ষণরত ভোট কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের প্রশ্ন, কেন এত বলদ? কেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট কর্মীদের জন্য খাবার বরাদ্দ করা হলেও, তা ঠিকমতো পাচ্ছেন না সেই ভোট কর্মীরা? এদিন এই প্রসঙ্গে প্রশিক্ষণ নিতে আসা পার্থ সরকার নামে এক ব্যক্তি বলেন, “এই নিয়ে দু দিন আমরা প্রশিক্ষণ শিবিরে এসেছি। প্রথম দিন শুধু লাল চা পেয়েছি। আর আজ কোনো রকম টিফিন দেওয়া হয়নি। অথচ আমাদের অর্ডার কপিতে 170 টিফিন বাবদ বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখে ব্যবস্থা নিক, এটাই আমাদের আবেদন।”

অন্যদিকে এই ব্যাপারে প্রশিক্ষণ নিতে আসা এক শিক্ষক বলেন, “আমাদের যেহেতু টিফিন দেওয়া হয়নি, তাই তার জন্য বরাদ্দ টাকা আমাদের দেওয়া হোক। না হলে আমরা বিক্ষোভ দেখিয়ে যাব।” স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় ক্রমশ চাপ বাড়ছে জেলা প্রশাসনের ওপর। যেখানে কমিশনের স্পষ্ট নির্দেশ আছে, সেখানে কেন এইভাবে ভোট কর্মীদের বঞ্চনা করা হচ্ছে, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এখন ভোট কর্মীদের বিক্ষোভ কোচবিহার জেলা প্রশাসনের বিড়ম্বনা যে বাড়িয়ে দিল, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। সব মিলিয়ে এই ব্যাপারে কমিশন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!