এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ভোট শুরু হতে না হতেই মৃত্যু, তীব্র চাঞ্চল্য গেরুয়া শিবিরে, কমিশনের পক্ষ থেকে রিপোর্ট তলব

ভোট শুরু হতে না হতেই মৃত্যু, তীব্র চাঞ্চল্য গেরুয়া শিবিরে, কমিশনের পক্ষ থেকে রিপোর্ট তলব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে চলছে পঞ্চম দফার নির্বাচন। ইতিমধ্যেই এই নির্বাচন ঘিরে উত্তেজনা বাংলায়। চতুর্থ দফার নির্বাচনে হয়ে গেছে শীতলকুচির ঘটনা। তাই নিয়ে এখনও টানাপোড়েন অব্যাহত। কিন্তু পঞ্চম দফা ভোটের শুরুতেই দুঃসংবাদ গেরুয়া শিবিরের জন্য। সূত্রের খবর, ভোট শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যে বুথের মধ্যেই মৃত্যুবরণ করলেন বিজেপির পোলিং এজেন্ট। ঘটনার জেরে ওই বুথে ভোটগ্রহণপর্ব বন্ধ হয়ে যায়। আপাতত বিকল্প এজেন্ট বসানোর চিন্তাভাবনা চালাচ্ছে বিজেপি।

অন্যদিকে কমিশনের তরফ থেকে এই ঘটনার রিপোর্ট দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা কামারহাটির 107 নম্বর বুথে। জানা গিয়েছে, বিজেপির পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন অভিজিৎ সামন্ত নামে এক যুবক। তিনি শনিবার নির্ধারিত সময়ে বুথে পৌঁছান। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন, বমি শুরু হয়। অভিযোগ উঠেছে বুথে উপস্থিত অন্যান্য ভোট কর্মীদের দিকে। অর্থাৎ অন্যদলের পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসাররা ব্যাপারটি দেখেও প্রথমে গুরুত্ব দেননি বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুক্ষণ পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের তরফ থেকে। ইতিমধ্যেই মৃত পোলিং এজেন্টের পরিবারে ঘটনাটি জানানো হয়েছে। শোকবিহ্বল অবস্থা তাঁদের। অন্যদিকে ওই বুথের দায়িত্বে থাকা অন্যান্য ভোট কর্মীদের ভূমিকা এই মুহূর্তে প্রশ্নের মুখে। কারণ অনেকেই প্রশ্ন তুলেছেন, বিজেপির পোলিং এজেন্ট হলেও অসুস্থতা নজরে পড়া সত্বেও কেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলোনা তড়িঘড়ি? নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এরকমই প্রশ্ন তোলা হয়েছে এবং ঘটনার সমস্ত রিপোর্ট চাওয়া হয়েছে।

অন্যদিকে নতুন করে কেউ কামারহাটি 207 নম্বর বুথের বিজেপির এজেন্টের দায়িত্বে আসবেন কিনা, তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পঞ্চম দফার নির্বাচনের শুরুতেই যেভাবে এই মৃত্যু হল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেন এই মৃত্যু তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে গুঞ্জন। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!