এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোট উৎসবে মাতোয়ারা বঙ্গে তীব্র আগ্রাসন করোনার

ভোট উৎসবে মাতোয়ারা বঙ্গে তীব্র আগ্রাসন করোনার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চতুর্থ দফা ভোটের মাঝেই রাজ্যে তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজারেরও বেশি মানুষ করোনা সংক্রামিত হলেন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। নির্বাচনের কারণে বিপুল জমায়েত ও স্বাস্থ্যবিধি অমান্য করার কারণেই তীব্রভাবে বাড়ছে সংক্রমণ।

গত কিছুদিন ধরেই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ২ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। কিন্তু গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ১২ জনের। করোনার দৈনিক সংক্রমণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। একদিনের মধ্যেই যা ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যার ফলে বাড়ছে তীব্র উদ্বেগ।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে মহানগরকে নিয়ে। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৯৯৭ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এরপরই উদ্বেগ বাড়ছে উত্তর ২৪ পরগনা জেলাকে নিয়ে। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। করোনায় মৃত্যু হয়েছে মোট ৫ জনের। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯১ জন। হাওড়াতে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৯ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া উদ্বেগ বাড়ছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, মালদহ, দার্জিলিংকে নিয়েও। দেখা যাচ্ছে ১২ দিনের মধ্যেই করোনার দৈনিক সংক্রমণ ৬ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। কলকাতায়, আশঙ্কাজনক ভাবে ১০০ জনকে করোনা পরীক্ষা করলে তার মধ্যে ১০ জনকে সংক্রামিত পাওয়া যাচ্ছে। এর মধ্যেই কপালে ভাঁজ ফেলেছে করোনার ভ্যাকসিনের অপ্রতুলতা। একাধিক হাসপাতালে যা শেষ হয়ে গেছে বা শেষ হবার মতো অবস্থায় চলে গেছে। গতকাল বেশকিছু হাসপাতালে ভ্যাকসিনের অভাবের কারণে টিকাকরণ কর্মসূচি বন্ধ ছিল।

নির্বাচন চলাকালীন করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে বলে, আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞ, চিকিৎসকদের। নির্বাচনের প্রচারে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও, বাস্তবে তা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে উঠছে না। এখনো রাজ্যের বহু স্থানে নির্বাচন বাকি রয়েছে। ফলে একদিকে যেমন প্রচার চলবে, অন্যদিকে তেমনি চলবে বিপুল জমায়েত। এর ফলে পরিস্থিতির কোথায় গিয়ে পৌঁছবে? সে কথা ভেবে আশঙ্কিত হচ্ছেন অনেকেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!