এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফের রাজ্যে ভোটকর্মীর মৃত্যু, রিপোর্ট তলব কমিশনের

ফের রাজ্যে ভোটকর্মীর মৃত্যু, রিপোর্ট তলব কমিশনের

বিগত পঞ্চায়েত নির্বাচনের মতো লোকসভা নির্বাচনে যাতে রাজ্যে আর কোনো রক্তপাত না হয়, তার জন্য প্রথম থেকেই বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখবার আবেদন করা হয়েছিল। প্রথম দুই দফায় কিছু বুথে শাসক বনাম বিরোধী দলের রাজনৈতিক সংঘর্ষ হলেও আজকের তৃতীয় দফার লোকসভা ভোটকে শান্তিপূর্ণ করবার জন্য বদ্ধপরিকর ছিল নির্বাচন কমিশনও।

কিন্তু এবার আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনের মধ্যেই দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক ভোটকর্মীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সর্বত্র। সূত্রের খবর, মৃত বাবুলাল মূর্মু নামে ওই ব্যক্তি বুনিয়াদপুরের বাসিন্দা। গতকাল রাতে তিনি তার স্ত্রীকে ভোটের ডিউটির কথা জানিয়ে সেন্ট্রাল ফোর্স না থাকলে তিনি ডিউটি করবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বলে জানা যায়। কিন্তু ভোটের দিন সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হতে দেখে হতবাক হয়ে যান তার পরিবার-পরিজনেরা।

পরিবারের তরফে জানানো হয়েছে, বাবুলাল মূর্মুর শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু এটা কি স্বাভাবিক মৃত্যু? নাকি পেশায় শিক্ষক তথা ভোটকর্মী বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুরের বাসিন্দা বাবুলাল মুর্মূর মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ! তার রহস্য উদঘাটন করতে তৎপর হয়েছে নির্বাচন কমিশনও। ইতিমধ্যেই বাবুলাল মুর্মূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ তা ময়নাতদন্তে পাঠানোর সাথে সাথেই গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে ভোট কর্মীর মৃত্যুকে ঘিরে যখন তীব্র সন্দেহ দানা বাঁধছে বুনিয়াদপুরে, ঠিক তখনই তৃতীয় দফার ভোটে প্রথম প্রাণ ঝড়ল এই বাংলায়। জানা গেছে, মুর্শিদাবাদের ভগবানগোলায় শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেসের সংঘর্ষে মৃত্যু হয় টিয়ারুল আবুল কালাম নামে এক সাধারণ ভোটারের। এদিকে শাসক বনাম বিরোধীর রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও রিপোর্ট তলব করা হয়েছে।

সব মিলিয়ে প্রথম দুই দফার ভোটে কোন প্রাণ না গেলেও আজ তৃতীয় দফার ভোটে একদিকে ভোট কর্মীর রহস্য মৃত্যু, আর অন্যদিকে শাসক বনাম বিরোধীর রাজনৈতিক সংঘর্ষে এক সাধারণ ভোটারের মৃত্যুতে রক্ত ঝরল বাংলার মাটিতে।আর এই নিয়েই সাধারণ মানুষের প্রশ্ন যে তবে কি সত্যি রক্ত আর প্রাণ ছাড়া কোনোভাবেই বাংলায় নির্বাচন সম্ভব নয়?উত্তরটা কারুরই জানা নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!