এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোট-পরবর্তী হিংসা চরমে, রাজ্যকে নোটিশ শীর্ষ আদালতের!

ভোট-পরবর্তী হিংসা চরমে, রাজ্যকে নোটিশ শীর্ষ আদালতের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই ক্রমাগত হিংসার ঘটনা বৃদ্ধি পেতে শুরু করেছে। যেখানে তৃণমূল হোক বা বিজেপি, প্রতিটা রাজনৈতিক দল নিজেদের মত করে নিজেদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ করা হচ্ছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। যে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা নিয়ে উষ্মা প্রকাশ করে কেন্দ্রকে রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যপাল।

শুধু তাই নয়, রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে ভোট-পরবর্তী হিংসার ঘটনার পর রাজ্য পরিদর্শনে আসতে দেখা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি প্রতিনিধি দলকে। স্বাভাবিক ভাবেই অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছিল তৃতীয়বার ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস সরকারের। আর এই পরিস্থিতিতে এবার বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নোটিশ দিল শীর্ষ আদালত। যে ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, বাংলায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ফলাফল প্রকাশ হয়। যেখানে মে মাসের গত 2 তারিখে এই ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটতে শুরু করেছে বলে অভিযোগ সামনে আসে। আর এরপরই প্রায় 12 জন আইনজীবী ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলা করেন। আর তার ভিত্তিতেই এবার দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে একটি নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ ভোট-পরবর্তী হিংসার ঘটনাকে সামনে রেখে এতদিন তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি।

রাজ্যে ক্ষমতায় আসার পরেই তৃণমূল তাদের নেতা-কর্মীদের দিয়ে বিরোধী দলের ওপর হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে বলে অভিযোগ করেছিল বিজেপি। তবে এবার এই ঘটনায় হস্তক্ষেপ করে শীর্ষ আদালতের পক্ষ থেকে রাজ্য সরকারকে নোটিশ পাঠানো হল। তবে যে বিজেপি বা কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের বিরুদ্ধে হিংসার ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হত, সেই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে দেশের শীর্ষ আদালত। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, বাংলার হিংসা এখন গোটা ভারতবর্ষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমাজের একাংশ বিশিষ্টজনেরা এই ব্যাপারে রাষ্ট্রপতি দৃষ্টি আকর্ষণ করেছেন। স্বাভাবিক ভাবেই একদিকে রাজ্যপালের চাপ এবং অন্যদিকে রাষ্ট্রপতির কাছে একাধিক রিপোর্ট জমা পড়ায় ক্রমাগত অস্বস্তি বাড়তে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস সরকারের। সদ্য ক্ষমতায় আসার পরই আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।

আর এবার এই ব্যাপারে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দিল দেশের শীর্ষ আদালত। যেখানে দুই সরকারকেই হিংসার ঘটনা নিয়ে নোটিশ পাঠানো হল। স্বাভাবিক ভাবেই রাজ্য এবং কেন্দ্র আদালতের এই নোটিশের পরিপ্রেক্ষিতে কি জবাব দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!